সাধারণত সিনেমায় যে দৃশ্যটির সাথে আমরা সর্বাধিক পরিচিত সেটা হলো ভিলেন কে পরাস্ত করে নায়ক নায়িকার মধুর মিলন বা ভিলেনের পরাজয়ের মাধ্যমে সত্যের প্রতিষ্ঠা , তবে মাঝে মাঝে এর ব্যাতিক্রমও কিন্তু হয়ে থাকে । সেইরকম কয়েকটা ব্যাতিক্রমী মুভি নিয়ে এই পোস্ট
One Flew over the Cuckoo’s Nest
সিনেমাটি একটি মানসিক রোগীদের হাসপাতালকে ঘিরে । কেন্দ্রীয় চরিত্র ম্যাক মারফি যে কিনা একজন অপরাধী হিসেবে জেলে পাঠানো হয় । কিন্তু জেলখানার নিয়ম গুলো সে ঠিকভাবে মানতে চাইতোনা , সেজন্য তাকে মানসিক ভারসাম্যহীণ হিসেবে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালের প্রধান নার্স ছিলো র্যাভচেড ,তার আচরন যতটা না নার্সের মত ছিলো তার থেকে বেশী ছিলো স্বৈরাচারের মত । রোগীদের যৌক্তিক ইচ্ছার কোন মূল্যই সে দিতোনা । ম্যাক মারফি সবসময় চাইতো সেখান থেকে পালিয়ে যেতে। একদিন রাতে ম্যাকমারফি এবং অন্যান্য রোগীরা মিলে রাতে একটি পার্টির আয়োজন করে ,সেখানে একটি মেয়ে কেও আনা হয়। সারারাত ড্রিঙ্ক ,নাচ গানের পরে সব রোগীরা প্রায় অচেতন হয়ে যায় । সকালে যখন প্রধান নার্স র্যারচেড যখন আসে তখন সে বিলির (অন্য আরেকজন রোগী) সাথে একটি মেয়েকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় । পরে র্যা চেড বিলিকে ভয় দেখায় এই বলে যে , এই ঘটনা সে বিলির মার কাছে বলে দেবে । তখন বিলি খুব হতভম্ব হয়ে যায় এবং সে আত্মহত্যা করে । এই হত্যার ঘটনায় শকড হয়ে ম্যাক মারফি র্যাতচেডকে গলা টিপে মেরে ফেলতে চায়।
এই ঘটনা কি তার জীবনে নতুন কোন কিছু নিয়ে আসে ? সে কি পারে পালিয়ে যেতে ? না কি তার স্বপ্ন কল্পবিলাসী স্বপ্নই থেকে যায় ? জানতে হলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখে ফেলুন
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
The Silence of the Lambs
আমার দেখা অন্যতম সেরা মুভি । মুভিটা ভালো লাগার পিছনে অন্যতম কারন হলো ,মুভির ভিলেন হ্যানিবল লেকটার (এন্থনী হপকিন্স) এর অভিনয় ।
বাফেলো বিল নামে একজন খুনীকে ধরার জন্য , FBI এর তরুন মহিলা এজেন্ট স্টারলিং কে দায়িত্ব দেয়া হয় । সে দায়িত্বের অংশ হিসেবে আরেকজন বন্দী সাইকো সিরিয়াল কিলার ড. হ্যানিবলের লেকটারের সহায়তা চান । যখন স্টারলিং ,লেকটারের সাথে দেখা করতে যায় , তারপর থেকেই শুরু হয় খেলা । এই মুভিটার খুব চমৎকার একটা রিভিউ ব্লগার কবিরাজের নিচের পোস্টটি পড়ুন
Click This Link
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
Se7en
দুইজন বস অভিনেতা এই ছবিতে অভিনয় করছে ব্রাডপিট আর মরগ্যান ফ্রীম্যান । মুভিতে এই দুজনই গোয়েন্দা । তারা একজন খুনীকে ধরার জন্য কাজ করে , যেই খুনীর পরিকল্পনা থাকে ৭ জন মানুষকে হত্যা করা , যারা কিনা অন্যতম ভয়ংকর সাতটি অপরাধের সাথে জড়িত । প্রতিবারই খুনী নিত্যনতুন উপায়ে ভিকটিমদের হত্যা করতো । সাতটার মধ্যে যখন পাচটা খুন হয়ে যায় , তখন ব্রাডপিট এবং মর্গান ফ্রীম্যান অপেক্ষা করতে থাকে পরবর্তী খুনের জন্য। ঠিক সেই সময় খুনী নিজেই রক্তাক্ত অবস্থায় ধরা দেয় , এবং সে বলে তাকে এক যায়গায় নিয়ে গেলে সে পরবর্তী দুই ভিকটিমের মৃত দেহের সন্ধান দেবে এবং খুনের কথা স্বীকার করবে ।
অনেকেই থাকতে পারে যারা এই মুভিটা এখনো দেখেন নাই , তাই সিনেমার বাকি গল্পুটুকু আর বললাম না , বলে দিলে আর মজা পাবেন না।
ডাউনলোড লিঙ্কঃ http://digitalmoviez.com/blog/se7en-1995/
The Usual Suspects
একটা ট্রাক হাইজাকের পর পাচজন মানুষকে বন্দী করা হয় , কিন্তু ঠিক প্রমানের অভাবে তাদেরকে পরবর্তীতে ছেড়েও দেয়া হয় । ঐ পাচজন পরবর্তীতে পুলিশের উপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে । এক পর্যায়ে ঐ পাচজন জানতে পারে যে কাইজার সোজি নামের একজন লিজেন্ডারী ক্রিমিনাল তাদের পিছনে রয়েছে । কিন্তু কে এই কাইজার সোজী ? তাকে কি পুলিশ ধরতে পারে ?
যারা দেখেছেন তারা তো জানেনই , যারা দেখেন নাই তাদের জন্য আর কিছু বললাম না , বললে মজা আপনাদের মজা নস্ট হয়ে যাবে।
ডাউনলোড লিঙ্কঃ Click This Link