ব্লগিং আসলে কি.....এবং কি আকর্ষণে আমরা ঘন্টার পর ঘন্টা ব্লগে বসে থাকি তা অনেক দিন ধরেই ভাবছিলাম আমি। যদি লিখালিখি খুবই কম করতে পছন্দ করি আমি কিন্তু ব্লগের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে কিছু বলা উচিৎ।
প্রথমত বাংলিরা তর্ক করতে খুব পছন্দ করে, এবং সমালোচনা করা তাদের মূল লক্ষ্য। কিছু একটা পেলেই হল তা নিয়ে শুরু হবে ঘন্টার পর ঘন্টা ক্যাচাল। কেউ কি একবারো খেয়াল করেছেন কিনা তা বুঝতে পারছি না কিন্তু আমার মত অনেকেই আছেন যারা ব্লগে আসে নিজেদের জীবনের দু:খ গুলিকে ভুলে কিছু সময় নিজেকে একটু ভিন্ন একটা জায়গায় নিয়ে আসতে যেখানে তাকে কোন দু:খ স্পর্শ করতে না পারে।
বাঁধ ভাঙ্গার আওয়াজ আমার জীবনে এনে দিয়েছে সে এক সূচনা। এ আমাকে দিয়েছে একটি মুক্তি এবং আমি খুঁজে পেয়েছি আমার নতুন এক জীবনের সূচনা।
কেউ কেউ আছেন এখানে যারা কিনা এ ব্লগে একটি অরাজকতা সৃস্টি করতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাচ্ছি এ ব্লগে এসে যারা তাদের জীবনের কিছুটা সময় তাদের জীবনের জটিলতা ভুলে থাকতে চায়, তাদের কথা চিন্তা করে এসব কথা কাটাকাটি থামান এবং একটু সময় আমাদেরকে জটিলতা ছাড়া থাকার সুবিধা করে দেন।