১) আমি স্রষ্টের পক্ষ থেকে শাস্তি স্বরুপ। তোমরা যদি বড় পাপ গুলা না করতা তাহলে স্রষ্টা আমার মত শাস্তি তোমাদের নিকট পাঠাতেন না। - চেঙ্গিস খান
২) আমি একজন সদয় ব্যাক্তি, আমি সবার সাথে সদয়, কিন্তু তুমি যদি আমার সাথে নির্দয় হও, তাহলে দয়ার জন্য আমার কথা তোমার মনে পরবে না। - আল কাপোন
৩) তুমি যদি সূর্যের মত চকমকে হতে চাও তাহলে প্রথমে তোমাকে তার মত পুড়তে হবে। - অ্যাডল্ফ হিটলার
৪) মৃত্যু সব সমস্যার সমাধান। মানুষ নেই, সমস্যা নেই। - জোসেফ স্তালিন
৫) বিশ্বাস পাহাড় সরাতে পারে, কিন্তু শুধু মাত্র জ্ঞান তাকে সঠিক স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে। - জোসেফ গোয়েবল্স
৬) ভেড়ার মত একশ বছর বাঁচার চেয়ে সিংহের মত এক দিন বাঁচা উত্তম। - বেনিতো মুসোলিনি
৭) একজন মানুষের প্রতিদিন অন্তত একটি করে বাজি ধরা উচিৎ, তা নাহলে সে ভাগ্যবান হয়ে ঘুরবে আর কখনো যানবেও না সেটা। - জিম জোন্স
৮) অন্যের সিদ্ধান্তের সমালোচনা করতে কম সাহস লাগে একা দাঁড়ানো থেকে। - আতিলা দি হুন
৯) আসল শক্তিশালীদের কোনো প্রয়োজন নেই নকলদের কাছে প্রমাণ করতে। - চার্লস ম্যানশন
অনুবাদে ভুল হলে ক্ষমা প্রার্থী***
সোর্স
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮