সময় টা ২০০৭, তারিখ টা মনে নেই। কোচিং করে বাসায় ব্যাক করছিলাম, ঝুম বৃষ্টি। বাসায় ঢোকার আগেই বান্ধবীর সাথে দেখা, আমাকে বল্লো, চল দোস্ত বৃষ্টিতে ভিজি। আমি ও মহা আনন্দে রাজী হয়ে গেলাম, তারাতারি করে বাসায় গিয়ে ব্যাগ বই খাতা রেখে দিয়ে বের হলাম। তারপর দুজন একসাথে ভিজলাম, হাটলাম, দৌড়ালাম সব ই করলাম ! তবে এর মাঝেও মাথায় খুব সুক্ষ টেনশন কাজ করছিলো কেননা অইদিন আমার H.S.C এর রেজাল্ট দিবে !
ভেজা পর্ব শেষ করে বাসায় যাবার পরোন্ধবীকে কে ফোন করলাম রেজাল্ট জানার জন্য। ও আমাকে আমার রেজাল্ট বল্লো ! আমি বিশ্বাস ই করতে পারতেছিলাম না ! দ্যেন ওর নিজের রেজাল্ট শুনলাম, সেটাও বিশ্বাস করতে পারতেছিলাম না !
আমি মোবাইল ফোন থেকে ট্টেক্সট করে রেজাল্ট জানলাম, সেইম !! অধিক শোকে পাথর বলতে যা বুঝায় তাই হয়ে গিয়েছিলাম !
তবে এটা ঠিক কলেজে থাকতে যেভাবে পড়াশুনা করেছি তাতে করে আমি যে পাশ করবো সেটাই অনেক বেশি ছিলো।
ক্লাস করিনি কখনো ঠিকমত, প্রবীর স্যার যে কত ভাবে বুঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কপালের লিখন না যায় খন্ডন !
আমার মনে আছে একবার সিউ ম্যাম ক্লাসে খুব ইন্সাল্ট করেছিলেন দেখে এর পরে আর ম্যামের ক্লাস করিনি, এমন কি ম্যাম ক্লাসে ঢুক্লে তার সামনে দিয়েই বের হয়ে যেতাম, এতটাই ঔদ্ধত্য ছিলো !!
তবে পরে বুঝেছি ম্যাম যে কথা গুলো বলেছিলেন তার প্রতিটা ব্যাপার ই সুপ্ত ভাবে আমার মাঝে ছিলো, আমি বুঝতে পারি নি তখন। বুঝলে শুধ্রানোর চেষ্টা করতাম হয়তো।
এখন খুব মিস করি, মনে হয় আবারো একবার সিউ ম্যাম এর কাছে গিয়ে ম্যাম কে সরি বলি, আর বলি যাতে উনি আমাকে আরো বেশি করে ইন্সাল্ট করেন, নিজের পজিশন টা বুঝার জন্য এই জিনিস টা দরকার খুব ।
কলেজ মিস করি না, ক্লাস করা মিস করি না, ক্লাস মেট দের মিস করি না আজকে ৭ বছর পরে এসে টীচার দের শাষন টাকে খুব মনে পরছে, মিস করছি খুব
রেজাল্টের কিছুদিন পরে আব্বুকে ফোনে কার সাথে জানি বলতে শুনেছিলাম, " এখন বিয়ে তো দিতেই হবে ওকে" ২ রাত ভয়ে ঘুমাইতে পারি নাই ! পরে জানছি আমার কাজিনের বিয়ে নিয়ে কথা বলতেছিলো আব্বু