২০০৫ সাল। আমার এস এস সি পরীক্ষার রেজাল্ট কবে দিয়েছিলো সেই তারিখ মনে নেই।বান্ধবী এর কাছ থেকেই মাসুদ রানার একটা বই নিয়ে এসেছিলাম,রেজাল্টের আগের রাতে অনেক রাত পর্যন্ত গল্পের বই পড়ে ঘুমুতে গেলাম। ঘুমের মাঝে মাসুদ রানাকে স্বপ্নও দেখেছিলাম। পরদিন সকাল বেলা বারান্দায় বসে আছি, আম্মু এসে মুন্নি সাহা স্টাইলে জিজ্ঞেস করলো, "তোর অনুভুতি কি?" আমি অবাক চোখে তাকিয়ে বললাম কিসের অনুভুতি ? আম্মু বল্লো আজকে না রেজাল্ট দিবে ? তখন হুশ হলো, ওহ ! আজ তো রেজাল্টের দিন ! উত্তর দিলাম, অনুভুতি আবার কি ! আম্মু বল্লো, তোর কি ভয়ও লাগছে না ? আমি পুরাই অবাক !! বললাম, আম্মু ভয় কেনো লাগবে ? আমি একদম নরম্যাল, এই বলে হাসতে হাসতেই কেঁদে ফেললাম আম্মুকে ধরে !!
দুপুরবেলা আম্মুকে নিয়ে স্কুলে যাচ্ছি রেজাল্ট দেখার জন্য। কলোনীর গেইটে এসে তানির সাথে দেখা। ওই আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে বল্লো এ+ পাইছি। আমি প্রথমে বিশ্বাসই করি নাই ! নিজের চোখে দেখার জন্য স্কুলে গেলাম। প্রথমে ভিড়ের মাঝে নিজের রোল খুজে পাইনি !! মনে মনে ভাবছিলাম তানি এম্নে চাপা মারলো ? আমি ফেইল করছি আর আমাকে বলে কিনা আমি এ+ পাইছি !!!! অতঃপর বহু কষ্টে এই আধা নষ্ট চোখ দিয়েই নিজের রোল টা খুজে পেলাম এবং রোলের পাশে এ+ দেখে নিজের অজান্তেই বলে উঠলাম "আমি পাইলাম, অবশেষে আমি ইহাকে পাইলাম"
৯ বছর আগের ঘটনা, তবুও স্মৃতি এখনো উজ্জ্বল
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩৫