কিছুদিন থেকে আমার কি যেনো হয়েছে, সবসময় মন খারাপ হয়ে থাকে ! কোনো কাজে মন বসে না ! বাসায় ভালো লাগে না, ক্যাম্পাসে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, ফেইসবুকেও ভালো লাগে না ! শুধু বই পড়তে একটু ভালো লাগে, কিন্তু বই কতক্ষন পড়া যায়। সেই ক্লাস থ্রী তে থাকতে সেই তিন গোয়েন্দার বই পড়তাম সে বই গুলো এখনো রিভিশন দেই। এই ১৮ বছরে কত হাজার বার এক বই রিভিশন দিয়েছি বলতেও পারবো না।
মাঝে মাঝেই একা থাকতে ইচ্ছে করে, কেনো আমি নিজেও বলতে পারবো না। মেজাজ খুব তিরিক্ষি হয়ে আছে ! সামান্য ব্যাপারেই অনেক বেশি রিএক্ট করে ফেলছি ! মনে হয় কিছুটা হীনমন্যতা ও কাজ করছে নিজের ভিতরে !!
-তোর কি হয়েছে রে ? জানতে চাইলো আফসু।
-কিছু না!
কোনো সমস্যায় পড়েছিস?
-নাহ !
-তুই এমন কেনো রে? কিচ্ছু শেয়ার করিস না।
-আমি এমনই শেয়ার করতে আমার ভাল্লাগে না। আমি পারি না।
- কি হয়েছে খুলে বল, প্রেম করছিস? নাকি ছ্যাকা খেয়েছিস?
- তোর মাথায় এইসব প্রেম আর ছ্যাকা ছাড়া কি আর কিছু ঘুরে না? এইসব ছাড়াও জীবনে অঅঅনেক কিছু আছে।
-ওকে, মেরি মা বুঝলাম এইরকম কিছু হয় নাই কিন্তু যাই হোক তুই আমার সাথে তো অন্তত শেয়ার করতে পারিস। আমি তোর ফ্রেন্ড না ??? আমার কাছেও লুকাবি????
কি বল্বো মেয়েটাকে ! আমি তো নিজেই জানিনা কেনো মন খারাপ। বারবার নিজেকে প্রশ্ন করছি কিন্তু উত্তর পাচ্ছি না। চারপাশে এত মানুষ, এত কোলাহল আড্ডা তবুও কি জানি নেই, কিছু একটা নেই। কি নেই ? সবই তো আছে আমার। অসম্ভব ভালো একটা ফ্যামিলি যারা সবাইকে আমাকে অসম্ভব ভালোবাসে। পড়াশুনাও যে খুব বেশি খারাপ করি তা নয়। পরিচিত অপরিচিত অনেক ওয়েল উইশার আছে, যাদের মাঝে অনেকেই অনেক ভালোবাসে কিন্তু আমি সেভাবে তাদের আউটপুট দিতে পারি না।
আব্বু সেদিনও আমাকে বলছিলেন যে আমি এমন কেনো? কেনো আমি কারো সাথে মিশি না, কথা বলি না, বাসায় কারো সাথে গল্প করি না। মনে মনে বলি, প্রশ্নটা আমারো ! আমি কেনো এমন হবো ?
অনেকদিন আগে কোথায় জানি একটা লেখা পেয়েছিলাম-
'আমার কেনো এত জ্বালা, এত দহন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার কেনো কষ্ট হয়?"
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫