এস এম এসঃ
মেয়েঃ ২৬ তারিখ আসা কোনোভাবেই সম্ভব না, তুমি আগে এসে আমাকে চকলেট দিয়ে যাও, প্লীজ।
ছেলেঃ আপনি থাকেন কই?
মেয়েঃ মিরপুর
ছেলেঃ ইয়ে মানে, আপু, আমি তো আজকে ঢাকার বাইরে আছি !!!
মেয়েঃ শনিবার দিতে পারবা না?
ছেলেঃ শনিবার তো আমার অফিস থাকে
(জানা গেলো মেয়েটার ক্যাম্পাস আর ছেলেটার বাসা পাশাপাশি)
ছেলেঃ ওকে আপু, আমি শনিবার আপনার ক্যাম্পাসে গিয়ে চকলেট দিয়ে আসবো।
শনিবার ছেলেটি মেয়েটির সাথে দেখা করলো সেই সাথে চকলেটও দিলো।
এর পরে ফেইসবুকে কথা, প্রায় ৩০,৫০৮ টা কনভার্সেশন-
ছেলেঃ তোকে আমি অনেক পছন্দ করি কিন্তু তুই আমার ফ্যামিলির সাথে এডজাস্ট করতে পারবি না।
মেয়েঃ ব্যাপার না, আমাকে নিয়ে সিরিয়াস হবার কিছু নেই।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ছেলেঃ আমার জন্য মেয়ে দেখছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না।
মেয়েঃ কেনো? আজ না কাল হোক বিয়ে তো করতেই হবে।
ছেলেঃ আমি বিয়ে করলে তুই কষ্ট পাবি, তোকে কষ্ট দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না।
মেয়ে(কান্না চেপে) : আরে ধুর, কিছুই হবে না, আই উইল বি ওকে। বিয়েটা করে ফেলো। বাসার সবাই হ্যাপী হবে।
.
.
.
.
.
.
.
.
.
.
মেয়েঃ তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি কি আমাকে সারাজীবন তোমার পাশে চাও? এমনকি পরকালেও? জাস্ট Y বা N বলো
ছেলেঃ Y
মেয়েঃ তুমি, তোমার ফ্যামিলি যেভাবে চাও আমি ঠিক সেভাবে নিজেকে গড়ে তুলবো, আই প্রমিজ।
.
..
.
.
.
.
.
.
.
.
.
২ দিন ধরে মেয়েটা ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। খুবই টেনশন, ছেলেটার কিছু হলো নাতো !!
মেয়েঃ কি ব্যাপার, কি হইছে তোমার?
ছেলেঃ আমি অসুস্থ ছিলাম।
মেয়েঃ প্লিজ তারাতারি সুস্থ হয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি, সুস্থ হয়ে আমার কাছে আসো।
ছেলেঃ আজকে সন্ধায় আমার বিয়ে।
.
.
.
.
.
.
.
মেয়েঃ তুমি কি আমাকে এক্টুও মিস করো? আমি খুবই সরি এই প্রশ্নটা করার জন্য। আর কখনো করবো না। শেষবারের মত জাস্ট Y বা N দিয়ে জবাব দাও।
আর একটা কথা, আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি যাতে তুমি ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো।
ছেলেঃ কিছু কিছু সময়, কিছু কিছু প্লেসে,কিছু কিছু কাজে তোর কথা মনে পড়ে।আমিও তোর জন্য অনেক দোয়া করি। স্মোকিং ছেড়ে দিয়েছি। নামাজ পড়াও শুরু করতেছি। আলহামদুলিল্লাহ আমি তোর দোয়ায় ভালোই আছি। তুই প্লীজ ভালো থাকার ট্রাই কর। তুই ভালো আছিস জানলে আমি অনেক খুশি হবো।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩