খ্রিস্টের জন্মের এক হাজার বছরেরও বেশি পূর্বে ভূমধ্যসাগলের পূর্বপ্রান্তে ছিলো এক অতি শক্তিধর ও সম্পদশালী মহানগরী,যা পৃথিবিতে ছিলো অদ্বিতীয়। এর নাম ছিলো ট্রয় এবং এমনকি আজকেও কোনো নগরী এর চেয়ে বেশি বিখ্যাত নয়। এই দীর্ঘস্থায়ী খ্যাতির কারন আমাদের সকলেরই জানা। সেই কারনটি নিয়েই আজকের এই পোস্ট। প্রথমে ট্রয়ের যুদ্ধের প্রধান কারন টি নিয়ে একটু বিশদ আলোচনা করি।
কলহদেবী এরিস তার দুস্টপ্রকৃতির জন্য অলিম্পাসে মোটেই প্রিয় ছিলেন না এবং দেবতারা যখন কোনো ভোজ উৎসব আয়োজন করতেন যথাযথ কারনেই তাকে নিমন্ত্রন করতেন না। নিমন্ত্রন না করলে কি হবে,এরিস ঝামেলা সৃষ্টি করতে ওস্তাদ।
এক গুরুত্বপূর্ণ বিবাহ অনুস্ঠান যা ছিলো রাজা পেলেউস ও সমুদ্র উপদেবী থেটিসের মধ্যে,সকল দেব-দেবীর মাঝে কেবল এরিস কেই নিমন্ত্রন করা হয়নি।স্বভাবতই তিনি ক্ষেপলেন এবং অনুষ্ঠান পন্ড করার উদ্দেশ্যে ভোজসভা কক্ষে নিক্ষেপ করলেন একটি স্বর্ণ আপেল,যাতে লেখা ছিলো "শ্রেষ্ঠা সুন্দরীর প্রাপ্য" কথাটি।স্বাবাভিকভাবেই সকল দেবীই এটি চাইলেন কিন্তু অবশেষে পছন্দের নিরবাচনটি নেমে আসলো মাত্র তিনজনের মাঝে: আফ্রোদিতি(ভালোবাসার দেবী) হেরা(জিউসের স্ত্রী) এবং প্যালাস আ্যাথেনা(জিউসের কন্যা,যু্দ্ধপ্রিয়,নগরী দেবী,সভ্য জীবন,চারুশিল্প এবং কৃষিকাজের রক্ষাকর্তৃ) তারা জিউসকে জিজ্ঞাসা করলেন এর মাঝ থেকে একজনকে নির্বাচন করার জন্য। কিন্তু বুদ্ধিমান জিউস এ ব্যাপারে জড়িত হতে চাইলেন না। তিনি তাদের ট্রের নিকটবর্তী আইডা পর্বতে যেতে বললেন,যেখানে তরুন যুবরাজ প্যারিস,(যাকে আলেক্সান্ডারও বলা হত) রক্ষনা বেক্ষন করেন তার পিতার মেষগুলোকে। জিউস তাদের বললেন যে প্যারিস ছিলেন সৌন্দর্যের এক অসাধারন বিচারক। রাজপুত্র হওয়া সত্বেও তিনি মেষপালকের কাজ করছিলেন কেননা তার পিতা (ট্রয়ের রাজা প্রায়াম ) কে সতর্ক করে দেওয়া হয়েছিলো যে এই রাজপুত্র একদিন তার রাজ্যের পতন দেকে আনবে. তাই তিনি প্যারিসকে দুরে পাঠিয়ে দিলেন। এ সময় প্যারিস বাস করছিলেন এক সুন্দরী উপদেবী ইনোনীর সাথে।
যখন তিন দেবী অপরূপ রূপ নিয়ে প্যারিসের সামনে হাজির হলেন তখন তার বিস্ময় সহজেই অনুধাবনযোগ্য। তাকে অবশ্য বলা হলো না দেবীগনের দিকে তাকাতে এবং তাদের মাঝে সবচেয়ে সুন্দরী কে তা নির্বাচন করতে,শুধু বিবেচনা করতে বলা হলো তারা প্রত্যেকে যে উপহারগুলো দিবে সেগুলোকে এবং এদের মাঝে তার কাছে শেষ্ঠ উপহারটি নির্বাচন করতে। তবুও কাজটি সহজ ছিলো না।
মানুষ যা তীব্রভাবে আকাঙ্খা করে সেগুলোই তাকে প্রস্তাব করা হলো। হেরা প্রতিজ্ঞা করলেন তাকে ইউরোপ এবং এশিয়ার অধিপতি বানানোর; আ্যাথেনা বললেন যে, প্যারিস গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধে ট্রোজানদের নেতৃত্ব দিবেন এবং গ্রিসকে ধুলিসাৎ করে দেবেন; আফ্রোদিতি বললেন যে, বিশ্বের শেষ্ঠতমা সুন্দরীকে পাবেন তিনি। প্যারিস শেষটিকে পছন্দ করলেন এবং স্বর্ণ আপেলটি আফ্রোদিতিকে দিলেন।
এটিই "প্যারিসের ন্যায়-বিচার" , যা সর্বত্র বিখ্যাত হয়ে উঠেছিলো ট্রয়ের যুদ্ধের প্রকৃত কারণ রূপে।
হেরা
আফ্রোদিতি (গডেস অফ লাভ প্যাসন এন্ড বিউটি)
এথেনা (গডেস অফ ওয়ার এন্ড উইসডম)
যুদ্ধ দেবতা এরিস
প্যারিসের ন্যায়-বিচার
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩