আইজুর নাম-পরিচয় ফাঁসের ঘটনাটিকে আমি মনে-প্রানে সাজানো নাটক বলেই মনে করি। কেন মনে করি? অনেক কারন। তার পরিচয় বের করার যে প্রসিডিওর এর বর্ণনা দেয়া আছে তাতে যথেষ্ট দৃশ্যমান ফাঁক-ফোকর আছে। তার সাথে আছে আইজুর আচরনগত বৈপরীত্ত। কথা বাড়াবো না আর। মূল কথায় আসি।
আইজুর এই তথাকথিত পরিচয় প্রকাশের কাহিনীটাকে আমার একটা ব্লগীয় ও ফেসবুকীয় ডাইভার্শন ছাড়া কিছুই মনে হচ্ছে না। এ যেন এক ইস্যুকে ধামাচাপা দিতে আরেক ইস্যু ব্যবহারের সেই পুরাতন রীতি। যদি বলি, সাভার হত্যাকান্ড থেকে ব্লগার/ফেসবুকারদের নজর পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘোরাতেই আইজুর এই আত্নহত্যা? কিংবা-- যদি বলি,
শাহবাগ এর মত এত বড় ইস্যু হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে ব্যবহৃত হয়েছে "আইজু" নিকটি। এই নিকটি আওয়ামীপন্থী সবাই জানে। হঠাৎ সে ইমরানের পায়জামা ধরে টানাটানি শুরু করলো (এটা কিন্তু শুধু আইজু করেনি। আরো অনেকেই করেছে। একদম নতুন কিছু সে করেনি ইমরানকে নিয়ে। যাস্ট বহুল ব্যবহৃত একটা ইস্যু নাড়াচাড়া করেছে সে)। এরপর হঠাৎ আবিষ্কৃত হল এই নামের পেছনের মানুষের একজন নাকি (মেসকাথ উদ্দিন) বিরাট ইসলামিক মাইন্ডেড লোক, তীব্র হাসিনা আর আওয়ামীলীগ বিরোধী!! এতবড় ইসলামী মাইন্ডেড, তীব্র হাসিনা আর আওয়ামীলীগ বিরোধী একজন মানুষ এতদিন এত তীব্র আওয়ামীবান্ধব পোস্ট লিখে গেছেন? আর এ-টিম এর মত এত টেকনিক্যাল আর ট্যাকটিকাল টিম কিছুই টের পায়নি? নাকি কৌশলে "আইজু" নিক এর পিছনের মানুষগুলো অবস্থা বেগতিক দেখে তাকে শাহবাগ এর বিপক্ষে ব্যবহার করে তার "গালিসর্বস্ব" ইমেজকে ব্যবহার করলেন ইমরানকে আবার জাতে তুলতে, আলোচনায় আনতে?
হেফাজতের জনসমাগম ঠেকাতে, শাহবাগ তথা ইমরান এর ইমেজকে বাঁচাতে, সাভার ট্র্যাজেডি থেকে অনলাইন ডাইভারশন ঘটাতে "আইজুর পরিচয় ফাঁস" এর চাইতে কার্যকর অস্ত্র আর কি হতে পারতো?
পরিশেষে, আইজুর পরিচয় ফাঁস হলো। সে থাকে আমেরিকায়। দেশে তো না। তাকে ধরে পুলিশ পেটাবে, আততায়ী আক্রমন করবে সেটা তো আর হচ্ছে না। আর তার চাইতে বড় কথা, পরিচয় তো ফাঁস হয়েই গেছে, এখন কেন এ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হল? যদি বলি ক্রস-চেকের ভয়ে? নাকি এটা যে একটা সাজানো নাটক তার প্রমান মুছে ফেলতে?
বটম লাইনঃ "আইজু" নিক এর এক মালিক নাকি চট্টগ্রাম মেডিকেল থেকে পাস করা। খুব ভালো। তার পরিচয় ফাঁসের পোস্টটি পড়েছেন? কার লেখার ধরনের সাথে মেলে? অকালমন্দ কে লিয়ে ইশারাই কাফি। বাকিটা বুঝে নিয়েন।
তবে তারা সফল। কাল সারাদিন আমরা সাভার-হেফাজত ভুলে "আইজু" নিক নিয়েই মেতে ছিলাম।
[তার পরিচয় ফাঁসের কাহিনীবিষয়ক মূল পোস্ট পাবেন এখানে http://projonmoblog.com/darkjustice/12074.html . ভালো করে পড়েন। কিভাবে তার পরিচয় উম্মোচন করলেন জিনিয়াসরা(!)। যে উপায়ে তারা পরিচয় বের করেছেন সেখানে নিজেকে রাখুন। টেকনিক্যাল ফাঁক-ফোকর গুলো নিজেই বুঝতে পারবেন। তবুও বুঝতে সমস্যা হলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। সন্দেহের জায়গা গুলো আমি পয়েন্ট আউট করে দেব। তারপর ভেবে দেখবেন। আর তারপর এটা নাটক না অন্য কিছু সে সিদ্ধান্তের ভার পাঠক আপনার নিজেরই]