আজকে প্রথম বইমেলায় গেছিলাম। ঢাকায় এই প্রথম আমার বইমেলায় যাওয়া। প্রথমেই এত বড় মেলার কল্পনা মাথায় ছিলোনা। ঢুকতেই অনেক পরিচিত স্টল বা পরিচিত লেখকের দেখা পাবো ভেবে পা দিয়েছিলাম মেলায়। কিন্তু এ যে বই আর বই প্রকাশকদের এক মহা সমূদ্র।
আজকে প্রথম দিন তাই স্টল এর বাহার দেখতেই পা লেগে গেছে। মোবাইল দিয়ে ছবি তুলেছি ভালো লাগার মতো কিছু ব্যত্ক্রিমি স্টল আর প্যাভিলন এর।
প্রথম বই কিনেছি কঙ্কাবতীর কথা আর তারপরেই অনেক খুঁজাখুঁজি করে বের করা ২২ নং প্যাভিলিয়নে বায়স্কোপ।
বায়স্কোপ নিয়ে স্টলের মানুষদের ও আলাদা রকমের আগ্রহ। তারাও ভাবতে পারেনি হয়তো প্রথম লিখা বই এত বিক্রি হবে।
বইদুটো পড়ে একটা আলাদা রিভিউ পোস্ট দিবো ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২