মাননীয় অর্থমন্ত্রী আমার খুব পছন্দের মানুষ! আমি ইতি পূর্বেই বলেছি , তার কিউট কিউট বক্তব্য , ভুল ভাল ইংরেজি ব্যাবহার ও অল্পতেই রেগে যাওয়া আমাকে অভিভূত করে! তার এবারের বাজেট কে তিনি "উচ্চাবিলাসী হলেও প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন যোগ্য" বলেছেন! এবং এটাও বলেছেন তার এই বাজেটে ৩ টা সরকার হেসে খেলে তাদের কর্ম সাধন করতে পারবে!!
এবার আমার কথা বলি ! দুর্নীতি , সন্ত্রাসবাদ , দ্রব্যমূল্য বৃদ্ধি , কৃষি খাত , শিক্ষা খাত থেকে শুরু করে প্রত্যেক টি ইস্যু তে আওয়ামীলীগ সরকারের বিগত ৪ বছরের বাজেট চরম ভাবে বিপর্যস্ত হয়েছে , এটা কারোরই অজানা নয়! সেই বিষয়ে ত্যানা প্যাচাবো নাহ! দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে আমি শুধু একটি বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে চাই! আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে মোটা হরফে যে কটা ইস্যু ছিল তার মধ্যে পদ্মা সেতু অন্যতম! আমি ইতিহাসে যাবো নাহ! গত বছরের বাজেটের কথাই বলব! গত বছরের বাজেটে অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন , তিনি দুইটা পদ্মা সেতু তৈরি করে দিবেন! অথচ , বাজেট প্রস্তাবনায় পদ্মা সেতুর জন্য কোন অর্থখাত ছিল নাহ! এবার তিনি নির্বাচনের আগে মাত্র ৬ মাস সময় পাবেন , সেখানে তিনি পদ্মা সেতুর জন্য একটি বিশাল অর্থ বরাদ্ধ করেছেন এবং উল্লেখ ও করেন নি যে তিনি কয়টি পদ্মা সেতু বানাবেন , , এবং কিভাবে!! তাহলে কি আমরা , এটা থেকে এই সিদ্ধান্তে উপনিত হতে পারি নাহ যে , পদ্মা সেতু টা হচ্ছে মূলা , আর আমরা আমজনতা হলাম গাধা! সামনের নির্বাচন উপলক্ষে গাধার সামনে মূলা ঝুলিয়ে কাজ করানোর নীল নকশা আঁকা হচ্ছে!!?
প্রশ্ন টা রয়ে গেল!
আরেকটি কথা , আমার জানামতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় , বরাবরই একটি কথা বলেছেন যে , তিনি কালো টাকা সাদা করায় পক্ষপাতী নন! কিন্তু , তার দেয়া ৫ বছরের বাজেটের মধ্যে ৩ বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে! এটার পিছনে তার ব্যাখ্যা অস্পষ্ট! এখান থেকে কি বড় মাপের চোরদের বারবার চুরি করার সুযোগ করে দেয়া হচ্ছে নাহ!!?
আরও অনেক গুলো , বিষয় হয়তো তুলে ধরা যেত! কিন্তু ,আমি অর্থনীতিবিদ নাহ , আর এতো সব বুঝি ও নাহ! তাই , ক্ষুদ্র মাথায় যা আসলো তাই বললাম!
মাননীয় অর্থমন্ত্রীর শেষ জীবনের বাজেট প্রথম বারের মতো বাস্তবায়ন হোক , এই শুভ কামনা রইল!