সাগর ও রুনি নামে দুইজন সাংবাদিক বাংলাদেশে ছিল! তাদের কে অজ্ঞাত কারনে খুন করা হয়! সেই খুনের মদদ দাতা হিসেবে ATN bangla 'র চেয়ারম্যান মাহফুজুর রহমান কে আটক করে র্যাব! তারপর হালকা জিজ্ঞাসাবাদ করে উপর মহলের (টাকা কিংবা ক্ষমতা) চাপে তাকে সসম্মানে ডিম না দিয়ে মুক্তি দেয়া হয়! এই সন্দেহ ভাজনের তালিকায় কিছু বিশিষ্ট সাংবাদিকের নাম ছিল , যার মধ্যে মুন্নি সাহা ও জ , ই মামুন খুব পরিচিত মুখ! খুন পরবর্তী সময়ে তারা বিভিন্ন বিতর্কিত কথার জন্য মানুষের কঠিন ঘৃণার আক্রোশে পড়েন!
অতঃপর দৃশ্যপট পাল্টে গেল! শুরু হোল শাহবাগে গন জাগরণ! জ , ই মামুন ও মুন্নি সাহা উভয়েই তখন ত্রাতা'র মূর্তি ধারন করে চেতনার বুলি ছড়াতে লাগলেন! আমরা তাদের ইতিহাস ভুলে গেলাম!!
মুন্নি সাহা কে নিয়ে বিতর্কের শেষ নেই! তার অসংলগ্ন প্রশ্ন , তার অসাংবাদিক আচরন এবং একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা বরাবরই তাকে পিছনে ঠেলে দিয়েছে! ক্ষেত্রবিশেষে তাকে এগিয়েও নিয়েছে বলাই বাহুল্য! আজকে সাভারে তার প্রশ্ন গুলো চমৎকার ভাবে নির্বুদ্ধিতার স্পষ্ট নিদর্শন স্থাপন করেছে! তবুও , তার বিরুদ্ধে কিংবা তার সাংবাদিকতার বিরুদ্ধে কোন প্রশ্ন তোলা হয় নি!
আমি ব্যাক্তিগত ভাবে একজন সাংবাদিকতার ছাত্র হিসেবে যতটুকু জানি , তাতে করে মুন্নি সাহা'র প্রশ্ন সাংবাদিকতার নিয়ম বহির্ভূত! এই বিষয়ে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি! মুন্নি সাহা একটি কলংকের নাম, তিনি যে ভাবে সাংবাদিকতা কে কলঙ্কিত করছেন , তা অবশ্যই মেনে নেয়া কষ্টকর! সাংবাদিকতার নামে এই প্রহসন বন্ধ হোক ।।
[[অফ টপিকঃ ৭১' আমার চেতনা , কিন্তু বর্তমান আমার ভবিষ্যৎ । স্বাধীনতার আড়ালে যেন একটি ও মুখোশধারী হারিয়ে না যায় , সেই কামনাই করি]]