একটু ভেবে বলুন তো , বাংলাদেশে সবচেয়ে দুঃখী ও দরিদ্র মানুষ কারা??
এক কথায় উত্তর , গার্মেন্টস শ্রমিক রা! কিভাবে ?
একজন দিনমজুরের দৈনিক উপার্জন ৩০০ টাকা , সুতরাং মাসে উপার্জন ৯০০০ টাকা! একজন রিক্সা চালকের দৈনিক উপার্জন ৫০০০ টাকা , মাসে ১৫০০০ টাকা! কিন্তু , একজন সেলাই দিদিমনির উপার্জন ৪০০০-৫০০০ টাকা! যারা যেই শিল্প দিয়ে আজ আমাদের দেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে , সেই শিল্পের কারিগরদের মূল্যায়ন যদি করা হয় এইভাবে সেই দেশের আর কি হতে পারে!! যদি মনে করেন গার্মেন্টস মালিক রা ঠিক করছে , শ্রমিক রা এই বেতনই ডিজারভ করে , তবে বলবো , এই যে বিদেশী অর্থ গুলো আসছে , এই যে বিদেশী বায়ার'রা এখানে টাকার যোগান দিচ্ছে, সেই টাকার ভিত্তিতে কি একজন শ্রমিকের মাসিক বেতন ৪০০০ টাকা হওয়া ঠিক??
শ্রমিক'রা যখন বিদ্রোহ করে , তখন আমরা চুশীল সমাজ বলি , ছি , ছি!! একবারও কি নিজেকে কখনও ঐ অবস্থায় ভেবে দেখেছেন?? আমাদের এক একটি সচ্ছল পরিবারের বাচ্চাদের মাসিক হাত খরচ যেখানে ১৫০০০ টাকা সেখানে একটি গোটা পরিবার কি করে ৪০০০ টাকায় সারা মাস খেয়ে-পরে বেঁচে আছে?? না , আমরা ওদের কথা ভাবি নাহ! তা ভাববো কেন, আমরা যারা রঙ্গিন চশমা পরে টক শো তে গিয়ে মানবতার গল্প শোনাই তাদের কাছে তো এরা মানুষ নাহ!! এরা বাঁচলেই কি আর মরলেই কি!!
এই যে আমরা সাধারণ মানুষ অক্সিজেন কিনে দিচ্ছি, খাবার কিনে দিচ্ছি এটা কি আমাদের করার কথা? এটার জন্য কেন আমাদের জনে জনে ভিক্ষা করতে হবে?? বাংলাদেশে এতো গার্মেন্টসে এতো টাকার কুমির, কোথায় তারা?? এটা কি তাদের নৈতিক কর্তব্য ছিল নাহ??
একজন শ্রমিকের জীবনের মূল্য মাত্র ২০০০০ টাকা! এই কি আমাদের মানবতা??
রাজউক বাদী হয়ে রানা প্লাজা ট্রাজিডি'র আসামী দের বিরুদ্ধে মামলা করেছে, মামলার এই প্রহসনে রাজউক বাদ যাবে কেন? বাংলাদেশে কয়টা বিল্ডিং , বিল্ডিং কোড মেনে করা হয় জানতে পারি কি? হাউজ বিল্ডিং এ লোণ নিতে গেলে ঘুষ দিতে হয়, ঘুষ দিলে ৪ তলা - বিল্ডিং ৮ তলা বানানো যায়! সিটি কর্পোরেশন তো ঘুষের ফ্যাক্টরি! এদের বিরুদ্ধে কেন আইনি ব্যাবস্থা নেয়া হবে না , জানতে পারি কি?
১৯৯৭ থেকে এখন পর্যন্ত এরকম গণহত্যার কোন বিচার হয় নি, বরাবরই রাজনৈতিক চুষিকাঠি মুখে দিয়ে মানুষ সব কিছু ভুলে গেছে! এবার , এটা চাই , ওটা চাই , বন্ধ করুন! এই শ্রমিক রা আমাদেরই ভাই- বোন। এদের জীবনের নিশ্চয়তা প্রদান করা আমাদের নৈতিক কর্তব্য। রাজপথে আসুন, চলুন জেগে উঠি মুক্তির মিছিলে।।
*মৃত শ্রমিক দের ১ লক্ষ টাকা ক্ষতি পূরণ এবং আহত দের অন্তত ৫০০০০ টাকা করে দিতে হবে।
*শ্রমিকদের বেতনভাতা বাড়াতে হবে।
*মুনাফার জন্য গণহত্যার অপরাধীদের বিচার করতে হবে।
*রাজউক কে সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
আমাদের দাবি- মানতে হবে।
জয় বাংলা।।