প্রথম আলো বচন- " প্রথম আলো " - বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও স্বনামধন্য পত্রিকা! প্রকাশের প্রথম বছর থেকেই এই পত্রিকাটি বেশ দাপটের সাথেই বাংলাদেশের গনমাধ্যমে রাজত্ব করে আসছে। একজন রাজার যেমন অনেক ভালো গুণের মধ্যে কিছু ভালো প্রায়শই অভিশাপ হয়ে দেখা দেয় , প্রথম আলোর ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। এটা আজকে নতুন না! প্রথম আলো যখনই নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলার সম্ভাবনা দেখেছে , তখনই একটি প্রোপাগান্ডা ছড়িয়ে - বিতর্কে উস্কে দিয়ে , নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে! আমাদের চারপাশে প্রোপাগান্ডার অদ্ভুত সুন্দর নিদর্শন " দৈনিক আমার দেশ " - যার ভারপ্রাপ্ত সম্পাদক - মাহচুদুর রহমান এখন ডিমের সান্নিধ্যে নিবিড় পর্যবেক্ষণে জেল হাজতে অবস্থান করছেন ! "প্রথম আলো" ও কিন্তু এর ব্যাতিক্রম নাহ! একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা কোন ভাবেই সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত দেশ ও জাতির মাঝে প্রোপাগান্ডার তীব্র বিষ ছড়াতে পারে নাহ!
গতকালকের প্রথম আলো পত্রিকায় গনজাগরণ মঞ্চের শ্লোগান কন্যাদের নিয়ে হাসনাত আব্দুল হাইয়ের নোংরা গল্প কোন ভাবেই সত্যতার নিদর্শন রাখতে পারে নি। যার ফলশ্রুতিতে আজকে প্রথম আলো'র অনলাইন ওয়েব থেকে সেই কলংকিত পোস্ট টি মুছে ফেলা হয়েছে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে! বিষয় টা ঠিক কত টা হাস্যকর - তা না বললেও চলবে!
৭১' এ আমাদের ২ লক্ষ মা-বোন কে লাঞ্ছিত করা হয়েছে, এই মুহূর্তে যদি সেই সব হায়েনার দল এসে বলে এই নাও তোমাদের কাপড়, যা আমরা নিয়ে গিয়েছিলাম, এটা গায়ে জড়িয়ে সব কিছু ভুলে যাও, আমরা ক্ষমাপ্রার্থী, তবে কি আমরা সব কিছু ভুলে যাবো!? এমতাবস্থায় , প্রথম আলোর অবস্থান গ্রাম্য একটি প্রবাদের কথা মনে করিয়ে দিল- "জুতা মেরে গরু দান" ।
ভাই থামেন, এক জীবনে বহুত নাটক দেখাইছেন, এই ক্ষমা প্রার্থনা পর্ব টা আমরা বর্জন করলাম, আগের ভাওলেঞ্ছ পর্ব টা গ্রহন করলাম এবং যথা সময়ে এর জবাব পাবেন, জানেন তো , চোরের দশ দিন, গৃহস্তের এক দিন! "প্রোপাগান্ডা" ছড়ানো ও আমাদের বোনদের মানহানী করার তীব্র প্রতিবাদ জানাই।
হাসনাত আব্দুল হাইয়ের মত কোন চটি লেখকের মিথ্যাচার আমাদের রুখতে পারবে নাহ।
"এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে"
জয় বাংলা।।