প্রারম্ভিকাঃ
অনেক দিন ধরেই ভাবছি একটা উপন্যাস লিখবো। প্রতিদিনই একদলা কাগজ আর আমার ম্যাটাডর বল পয়েন্ট নিয়ে টেবিলে বসি, কিন্তু কিছুতেই লিখা আগায় নাহ!!মাঝে মধ্যে মনে হয় প্রথম লাইন টা যদি লিখে ফেলতে পারি তাহলেই হয়তো উপন্যাস টা লিখা হয়ে যাবে! আবার কখনও মনে হয় , উপন্যাস টা হয়তো শেষ হয়ে গেছে, আমার লিখার জন্য আর কিছুই বাকি নেই, কিংবা উপন্যাসের সব চরিত্র গুলো এখন মুক্ত , স্বাধীন - যে যার মত ডানা মেলে দিয়েছে - আমার অপেক্ষায় কেউ আর বসে নেই! উপন্যাসের গল্পটা আমার মাথায় আছে, স্পষ্ট , তরুন , অসম্প্রদায়িক, মায়াময় , স্বাধীন , নিরপেক্ষ !! উপন্যাসের গল্প টা হবে সুন্দর , এতে কোথাও কোন দুঃখের ছাপ থাকবে নাহ, সবাই বলবে আমি ভালো আছি।
বিস্তারিতঃ
বাংলাদেশের গল্প টাও ঠিক এমনই! কিছুতেই শুরু করা যাচ্ছে নাহ, কোথায় যেন সূর কেটে গেছে কিংবা এখনও গানের কথা টাই লিখা হয়ে উঠে নি! কখনও মনে হচ্ছে , আমাদের আছে অলৌকিক ঐশ্বর্য, আমরা স্বাধীন এটাই আমাদের গর্ব। আবার কখনও মনে হচ্ছে এই কি সেই স্বাধীনতা! যার জন্য প্রান দিয়েছে ৩০ লক্ষ মানুষ, এই কি সেই স্বাধীনতা - যেখানে আমার বাক- স্বাধীনতা হারিয়ে গেছে একদল অমানুষের লীলা খেলায়, এই কি সেই স্বাধীনতা - যেখানে স্বাধীন দেশে আমায় নিরাপত্তা দেয়ার জন্য কেউ নেই! এই কি সেই স্বাধীনতা- যেখানে আজ আমাদের সবচেয়ে বড় ভয় আমাদের ধর্ম! এই কি সেই স্বাধীনতা - যেখানে নিঃশ্বাসের সাথে সাথে নিতে হয় হরতালের তিক্ত বাতাস?? এই কি সেই স্বাধীনতা - যেখানে আজও বাতাসে ভেসে আসে বারুদের গন্ধ- নির্বিচারে মরে যায় মানুষ - রাজাকার , আলবদরের দল উপহাস করে সকাল কি সাঁঝে! এই যদি হয় স্বাধীনতা - তবে আমি সেই স্বাধীনতা চাই নাহ। আমি পরাধীন হতে চাই!
উপসংহারঃ
সত্যি একটি সুন্দর উপন্যাস লিখতে চাই, আমার মনে অনিরুদ্ধ বাসনা কে করতে চাই মুক্ত , আজ আমি আবার স্বাধীন হতে চাই , চাই পবিত্র হতে - হতে চাই শুদ্ধ। উপন্যাস টি লিখতে হবে, কলমের কালি শুকিয়ে গেলে ক্ষতি নেই আমি লিখবো শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে। এই উপন্যাসে থাকবে - " এবারের সংগ্রাম - আমাদের মুক্তির সংগ্রাম" - এই উপন্যাসে থাকবে " লড়াই - লড়াই লড়াই চাই - লড়াই করে বাঁচতে চাই" - এই উপন্যাসে থাকবে " লাখো শহীদের বাংলায় - রাজাকারের ঠাই নাই"।।
আমি বিশ্বাস করি উপন্যাস টা একদিন লিখা হবে, ধর্ম- বর্ণ - জাতি - ভেদাভেদ ভুলে, সকলের জন্য সুখের প্রদীপ জ্বেলে - লিখা হবে এই উপন্যাস। আমি সেই শাশ্বত মুহূর্তের অপেক্ষায় বেঁচে আছি।।