হেফাজতে ইসলামের ৬ তারিখের সথাকলোমাবেশ ও জাতীর কাছে আমার কিছু প্রশ্ন!
প্রশ্ন ১>> যদি হেফাজতে ইসলাম শুধুই ইসলাম প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করে তাহলে লাগাতর হরতালের কর্মসূচী কেন মাথায় রেখেছে??
প্রশ্ন ২>> তাদের বিক্ষোভ নাস্তিকদের বিরুদ্ধে নয় , তাদের প্রতিবাদ শাহবাগের বিরুদ্ধে , নাস্তিক কি তাহলে শুধু শাহবাগেই আছে আর কোথাও নেই? ?
প্রশ্ন ৩>> জামায়েত শিবির যখন ধর্মের নামে তাণ্ডব চালাও , মানুষ পুড়িয়ে মারে , অনর্থক হরতাল দিয়ে জন জীবন বিষাক্ত করে ফেলে , ধর্ম নিয়ে ব্যাবসা করে - তখন কি তাদের ইসলামিক অনুভূতিতে আঘাত করে নাহ??
প্রশ্ন ৪>> তাদের বক্তব্য অনুযায়ী, ব্লগার মানেই নাস্তিক। আমি নিজে ব্যাক্তিগত ভাবে একজন ব্লগার , কিন্তু আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি! তার মানে কি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়া নাস্তিক?? তাদের এই অন্যায় কথা যে কুফরি'র সামিল এটা কি তারা জানেন না?
প্রশ্ন ৬>> আমার জানামতে , বাংলাদেশের হতদরিদ্র শিশুরা কেবল পেটের দায়ে এতিম খানা কিংবা মাদ্রাসা শিক্ষায় মনোনিবেশ করে! যাদের নিজেদের ভরনপোষণের জন্য অর্থ নেই , তারা কি করে কোটি টাকা খরচ করে - লং মার্চের আয়োজন করে? এই টাকার উৎস কি??
প্রশ্ন ৭>> তারা বরাবরই বলে এসেছেন যে , তারা কোন রাজনৈতিক দলের ইন্দনে কাজ করেন নাহ, তাহলে বি, এন , পি ও জাতীয় পার্টির সাহায্য কেন গ্রহন করছেন??
প্রশ্ন ৮>> বিভিন্ন মাওলানা যখন মাহফিলে ওয়াজ করার সময় , অন্য ধর্ম নিয়ে কটাক্ষ করে তখন সেটা কি ধর্মানুভুতিতে আঘাত করে না?? ইসলামে তো অন্য ধর্ম কে আঘাত করে কোন কথা বলার বিধান নেই বলেই আমার ধারনা! তারা কেন এটার প্রতিবাদ করেন নাহ??
প্রশ্ন গুলো থাকলো_আশা করি উত্তর গুলো বরাবরের মতই অজানা রয়ে যাবে!! সেটা যাই হোক, আপনাদের এই লং- মার্চ যে জামায়েত-শিবির মুক্ত করার জন্য তা জাতীর কাছে স্পষ্ট। আর কত ধর্মের দোহাই দিয়ে মানুষ কে লুট করে যাবেন?? সময় আছে এখনও , ভালো হন!!
লাখো শহীদের বাংলায়,
রাজাকারের ঠাই নাই।।
আপনারা আসেন , আমরাও অপেক্ষায় আছি। ৬ মার্চের হরতাল ইতিহাসের শ্রেষ্ঠ হরতাল হবে ইনশাল্লাহ!!
এদের প্রতিহত করা আমার ঈমানী দায়িত্ব।।
জয় বাংলা।।
আল্লাহু আকবর।।