কথামালা ১_
৬ তারিখের লং মার্চ নিয়ে বিভিন্ন সংঘটনের বিভিন্ন মতাদর্শ পেলাম! এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার ধর্ম টা যেন ধর্ম নয়, আমার ধর্ম টা পণ্য! এরা বলছে এইটা ভালো তো ওরা বলছে ঐটা! বুকে হাত দিয়ে বলতে পারি আমি বিশ্বাস করি এরা সবাই ধর্ম ব্যাবসায়ি! ধর্ম কে কলুষিত করে এরাই প্রতিনিয়ত ধর্ম কে অবমাননা করছে, তাই আমি নাস্তিকদের তালিকায় এদের নামও দেখতে চাই।।
কথামালা ২_
হাস্যকর হলেও সত্য , জাতি এখন ঝুকে পড়েছে নাস্তিক ব্লগারদের মুক্তির শ্লোগানে! তারা নাস্তিক ব্লগারদের সাথে জামায়েত-শিবির মিশিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে বলাই বাহুল্য!! এরা সকলেই নিজের অস্তিত্ব ও নিজের অবস্থানের কথা ভুলে গিয়ে স্রোতে গা ভাসাচ্ছে! আমার কথা হোল, একটা মানুষ আস্তিক হবে কি নাস্তিক এটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কোন কথা নেই, কথা হোল তাদের নিয়ে যারা আমার ধর্মানুভুতিতে আঘাত করবে। তারা অবশ্যই শাস্তির যোগ্য। সেটা সে ইসলাম নিয়ে কটূক্তি করুক আর হিন্দু নিয়ে!!
কথামালা ৩_
হাম্বালীগ সরকার একই সাথে ডাবল টাইমিং চালাচ্ছে এটা স্পষ্ট! এরা আসিফ মহিউদ্দিনের মত ঘোর নাস্তিক ছেড়ে সুব্রত'র মত চুনোপুঁটিদের পিছনে লেগেছে - ইহা এক অর্থে রোমাঞ্চকর ও উপভোগ্য! এদের গন - জাগরণের সমর্থন ও চাই আবার হেফাজতে ইসলাম ও চাই! কেয়া বাত!!
সার কথাঃ নিজের কাছে জিজ্ঞেস করুন , আপনি কি চান!! এটাই প্রধান বলে আমার বিশ্বাস, আমি আমার দেশে শান্তি চাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই, জামায়েত- শিবির নিষিদ্ধ হোক এটা চাই, চিহ্নিত কুলাঙ্গার নাস্তিক ব্লগারদের বিচার চাই।।
জয় বাংলা।।