কোন এক মেঘলা বিকেলে এক সাথে দুই জনে চায়ের কাপ হাতে দাড়িয়েছিলাম ।
চোখে চোখ রেখেছিলাম দুই জনাতে ।
তুমি বাতাসে চুল উড়িয়ে দিয়েছিলে -
আমি নিয়েছিলাম তোমার সেই চুলের সর্বনাশা স্পর্শ।
কোনো এক বিকেলে দাড়িয়েছিলাম দুই জনে তোমার পাড়ার গলিতে।
চোখে চোখ ছিলো
হাতে ছিলো হাত।
কথার ফুলঝুড়ি ফুটিয়েছিলে তুমি ।
কোনো এক বিকালে দাড়িয়েছিলাম তোমার বারান্ধার সামনে।
চোখ চোখ পড়াতে সেই দিন তুমি আর দাঁড়াও নি।।
দূর থেক বহু দূরে চলে গিয়েছিলে।
আজ আর তুমি পাশে নেই।
তুমি আজ অন্য কারও চোখে চোখ রাখো। হাতে রাখো হাত।