খেলার সাথে রাজনীতি মিশাবেন না প্লিজ। খেলা তো খেলা । ভালো খেলে তাই সাপোর্ট করি।
এই সব কথা যারা বলেন তাদের জন্য কিছু প্রশ্ন এবং কিছু কথা -
* ধরুন আপনার পরিবারের কোন সদস্যকে নির্মম ভাবে হত্যা করলো “X” নামের একজন । তারপর সেই ব্যাক্তি একটা ক্রিকেট ক্লাব বানালো “X" ক্রিকেট ক্লাব” নামে যে ক্লাব কিনা ভাল খেলে । আপনার পরিবারের সদস্যকে হত্যাকারীর ক্লাবের প্লেয়াররা কিন্তু খুনি না । পারবেন আপনি সেই ক্লাবকে সাপোর্ট দিতে ?? আপনার পরিবার ধ্বংস করে দেওয়া লোকটার ছেলেকে পারবেন আপন বলে বুকে জড়িয়ে নিতে যেখানে ছেলেটি ক্ষমা চায়নি ।
এবার আসুন কিছু জ্ঞান আহোরন করি -
* খেলার সাথে রাজনীতি আলাদা করে দেখার কোন উপায়ই নাই। বাংলাদেশ দল বলেন বা ভারত বা ইংল্যান্ড, দুনিয়ার প্রত্যেকটা টীমই একটা রাষ্ট্রের বা রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব করে, আর রাষ্ট্র ব্যাপারটাই রাজনৈতিক। খেলার সাথে রাজনীতি যদি না-ই মিশত, তবে ভারত পাকিস্তান খেলা নিয়া সবার এত আগ্রহ থাকতনা, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এ্যাশেজ নিয়া এত মাতামাতি হতনা। রাজনৈতিকভাবে বা সাংস্কৃতিকভাবে এরা শত্রু বলেই এদের খেলাগুলোতেও সেই উত্তাপ ছড়ায় ।
পাকিস্থান ক্রিকেট টিম শুধু একটা কোনো পাকিস্থান টিম ই না। বরং তারা পাকিস্থানের প্রতিনিধি। তাই আপনি পাকিস্থানের সাপোর্ট করার আগে ভেবে দেখবেন।
আচ্ছা কেও যদি আপনার পরিবাবের উপর বর্বর হত্ত্যাযজ্ঞ চালায় তাহলে আপনি কি তার উত্তরাধীকারিদের কে সমর্থন করবেন ?
এই দেশ টা কে কি আপনার মা ভাবেন না ? আপনার পরিবার ভাবেন না ?
যারা বলেন খেলার সাথে রাজনীতি মিশাবেন না তাদের কে বলি আচ্ছা আপনি কি জানেন পাকিস্থান ক্রিকেট টিম বাংলাদেশে অনুষ্ঠিত টি-টুয়ান্টি বিশ্বকাপ বর্জন করতেছে।
তারা কিন্তু খেলার সাথে রাজনীতি মিশাচ্ছে। আপনি কেনো মিশাবেন না ?
আচ্ছা প্রশ্ন্র রইলো আপনার প্রতি কেনো আপনি পাকিস্থান টিম সাপোর্ট করেন ?
উত্তর দিবেন ভালো খেলে তাই ? নাকি বলবেন এশিয়ার টিম তাই ? কোন টা?
ভালো খেলে তো দক্ষিন আফ্রিকা , অস্টেলিয়া কে তাহলে আপনি কেনো পাকিস্থান টিম সাপোর্ট করেন ?
এশিয়ার টিম শ্রীলংকা ভালো খেলে , জাতি হিসেবে ও ভদ্র তাহলে তো শ্রীলংকা কে সাপোর্ট করেন না কেন ?
খেলা আর রাজনীতি কখন ও ই আলাদা না।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিয়ে তা আফগানিস্তানকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে পাকিস্তানী ক্রিকেটার ইউনুস খান। এই যে দেখেন ইউনুস কিন্তু কোনো রাজনৈতিক কেও না । এই কথা টা মনে করে হলে ও তো ঘৃনা করতে পারেন পাকিস্থান ক্রিকেট টিম কে।
আমরা কি শুধুই বাংলাদেশের সাপোর্টার হতে পারি না ?