ঐশি ট্যাজেডি থেকে কি পুলিশ প্রসাশন শিক্ষা নিবে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইয়াবা সুন্দরী নিকিতা।
২০০৭ সালে জানতে পারে এই ইয়াবার কথা সাধারন মানুষ ,
তখন ঝড় উঠে এই মাদক নিয়ে। সম্ভবত হিরোয়েন থেকে ও মারাত্বক এই ইয়াবা।
এই ভয়ংকর মাদক নিয়ে তৎকালিন সময়ে মিডিয়া ছিলো সরব।
এর পরে কেও আর জানতো না কি হইছে , তখন প্রশাসন চাইলে ই পারতো ইয়াবা কে শেষ করে দিতে।
আচ্ছা এই নিকিতা কই এখন ? কি সাজা হইছিলো তার? নাকি সাজা পায় নাই। টাকার জোরে ছাড়া পাইয়া গেছিল কি?
কই আছে নিকিতা রা । সেই চক্র টার কি কোনো সাজা হইছে ?
গত কয়েক দিন ধরে ই বাবা মা রা ঐশি কে নিয়ে চিন্তিত। ভাবছে তার ঘরে ও কি ঐশি আছে কিনা। অনেকের স্ট্যাটাস দেখে তাই মনে হইলো।
সবাই মোটামুটি নড়ে চড়ে বসতেছেন , কিন্তু পুলিশ প্রশাসন কি বুঝতেছে কিছু ? তারা কি নড়েচড়ে বসছে ? তাদের মাঝে কি অনুশোচনা হচ্ছে না কিছু টা ?তাদের ই এক জন পুলিশ অফিসার এখন আজ কবরে এই ছোবলে।
তারা চাইলে ই পারতো এই সমাজ টা কে মাদক মুক্ত করতে।
আজকের এক দৈনিক পত্রিকায় দেখলাম " রাজধানীতে ৫০০ এর ও বেশী মাদক এর আখড়া, পুলিশের নাকের ডগায়। প্রশাসন নিরব।
কেনো তারা নীরব? কার ও বুঝতে বাকি নাই।
এই ব্যপার গুলো অনেক টা ই অপেন সিক্রেট এ পরিনত হয়ে গেছে।
গত কিছু দিন ফার্মগেট এ দেখলাম পুলিশ এর এক জন উধ্বর্তন কর্তা কে , ফার্মগেট এর পতিতাদের সাথে হাসি হাসি মুখ নিয়ে গল্প করতেছে, হয়ত তাদের কমিশন টা নিতে আসছে আর কি। এই কমিশনের টাকা দিয়ে বাসায় বাজার করে নিবেন আর তার সন্তানেরা সেই টা খেয়ে বেড়িয়ে পড়বেন অন্যের বিছানার সঙ্গী হবার।
কোন এক টা খবরের কাগজে দেখছিলাম কোন এক ইন্ডিয়ান সিরিয়াল দেখে নাকি ঐশি প্ল্যান টা পায় কিভাবে তার বাবা মা কে খুন করা যায়। আর ও ভারতীয় চ্যানেল আমদানী করেন ভাই। কিচ্ছু হবে না।
যে দিকে তাকাই শুধু অন্যায় আর অবিচার।
১৬-১৭ বছর ঐশির বয়স। সে তার বয়ফ্রেন্ড জনি সাথে কয়েক বার শারিরীক ভাবে মিলিত হয়। সে বাবা মার সাথে রাগ করে ১৫ দিন বাড়ীর বাইরে থাকে। জনির সাথে থাকে সেই সময় ।
তথ্য সুত্রঃ খবরের কাগজ
পুলিশ অফিসার বাবা কি এই খানে কি করছিলন জানতে মন চায়।
এই বার যদি পুলিশ নিজেদের চরিত্র না বদলায় তাহলে আর কোনো দিন বদলাবে না।
তাদের অপরাধ এর সীমা ছাড়িয়ে গেছে। যদি তারা না শোধরায় এই বার আর কখন ও শোধরাতে পারবে বলে মনে হয় না। তারা কি অনুশোচনায় ভুগবে না কোনো দিন ?
কত নিরিহ কে হেনস্থা করতে দেখছি। চেকিং এর নাম করে কত লুট ।এই সব তো সামান্য। প্রতিটা মাদক এর আখড়া থেকে কত টাকা কমিশন পায় আর সেই তাকা দিয়ে কোটি টাকার গাড়িতে চড়ে আর তার সন্তান এর হাতে সপ্তাহ শেষে তুলে দেয় লাখ টাকা
এই তরুন প্রজন্মের সামনে কি একটি পরিচ্ছন্ন সমাজ দিতে পারতেছে তাদের পুর্বপুরুষরা?
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন