তখন পূর্বের ইন্সটল করা অপারেটিং সিস্টেম গুলো বুট মেনুতে দেখায়।
উইন্ডোজ ৭ এ আপনি চাইলে এই অতিরিক্ত অপারেটিং সিস্টেম এর অপশন বুট মেনুতে দেখানো থেকে বন্ধ করতে পারেন।
বুট মেনু থেকে একটি অপারেটিং সিস্টেম মুছে ফেলার জন্য, আপনি নিম্নলিখিত পদ্ধতি ব্যাবহার করতে পারেন.
1.start menu তে search box এ system লিখে search করুন।
2.control panel আর system এ ক্লিক করুন।
3. system protection এ ক্লিক করুন।
4. system properties এ advanced ট্যাব এ startup and recovery এর settings এ ক্লিক করুন।
5. Default Operating System এ আপনি যে operating system ব্যাবহার করতে চান সেটি নির্বাচন করুন।
6. "Time to display a list of Operating Systems" এর আগে checkbox সরিয়ে দিন।
7. ok ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করুন।
এখন নিশ্চিন্তে ব্যাবহার করুন আপনার কম্পিউটার।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮