নরকের পথে পথে যখন দীর্ঘাকার বৃষ্টিরা হেঁটে যায়, আমি নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকি কোন এক বৃষ্টির ফোঁটা এসে আমায় স্নিগ্ধ করে বলবে, পৃথিবীতে এই মাত্র তুমি জন্ম নিলে একটি পবিত্র শিশু রূপে। আজ অব্ধি যে এতো পাপের জন্মদাতা, সে কি কখনো পবিত্র ছিলো? জননী যখন নাড়ী কেটে তাকে জন্ম দেয় সে কি জানতো তাকে পাপ করতে করতে একদিন মহাশূন্যের মহাপাপী হয়ে উঠতে হবে।
আমি সেই পাপিষ্ঠ অক্ষর অনীকের কথাই বলছি।
২০১৮ বইমেলাতে খুব নিবিড় কিছু পাপের সমষ্টি নিয়ে বের হচ্ছে তার প্রথম পাপগ্রন্থ।
গ্রন্থ : পঞ্চাশ প্রণয়ী
ধরণ : পাপগ্রন্থ
প্রচ্ছদ : আরিয়ান রিয়াদ। ( হাতুড়ে লেখক - সামহোয়্যারইনব্লগ)
প্রকাশনা : দাঁড়িকমা
প্রকাশক : Abdul Hakim
( ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, নাগরিক কবি ও অক্ষর অনীকের মাঝে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। )
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬