মানুষের সঙ্গম দৃশ্যকে আমার সব সময় ভীতিকর মনে হয়
কিভাবে একটি মাংসপিণ্ড আরেকটি শরীরে প্রবেশ করে
গহীন হতে আরো গহীনে
সঙ্গম মানুষ সহ সকল প্রানী কূলের নিকট পূজনীয়।
পূজো ও প্রার্থনা বলতে আমি অনেকখানি তফাৎ বুঝি
কেউ প্রার্থনা করে ইশ্বরের, আর সঙ্গমে পূজো হয় শরীরের
আমার মা সঙ্গমে ব্যস্ত ভীষণ, বাবা ও কম যায় না
আমার ভুল না হলে তারা ভিন্ন ভিন্ন সঙ্গমে মত্ত
একে হয়ত শুদ্ধ করে বললে পরকিয়া বলা যায়
বাবার সঙ্গম সাথী ও মায়ের প্রেমিক
দু'জনই আমাকে পছন্দ করে
আমি ও তাদের সাথে মিলিত হবো পূজোয়
শরীরের পূজো |
একটি অন্ধকার বদ্ধ কক্ষে আমি বাবা ও মা
সঙ্গবদ্ধ সঙ্গমে ব্যস্ত হয়ে পরি
কারো দিকে কারো কোন ভ্রূক্ষেপ করার সময় নেই
কারণ এই সঙ্গম আর কখনো থামবে না
দড়ি কেটে যখন ভাসিয়ে দেয়া হয়
গভীর সমুদ্রে তা ডুবে যায় কিংবা অন্য কোন ভূখণ্ডে স্থান পায় |
অনন্তকালের কৃতদাস || অক্ষর অনীক
[ বি.দ্র : না বুঝে কেউ ভ্রু কুঁচকাবেন না। ]
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩