আজকাল ব্যাঙের ছাতার মত টুল পেতে বসা ফ্লেক্সিলোডের দোকানের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা সাধারনত দোকানে খাতায় আমাদের নাম্বার লিখে টাকা দিয়ে চলে আসি আর তারা ফ্লেক্সিলোড করে দেয়। ১০-২০ টাকা ফ্লেক্সিলোড করানোর জন্য এসব দোকানগুলো অতি জনপ্রিয়। অনেকে বেশি টাকা ফ্লেক্সিলোড করান।
যাই হৌক সমস্যা হচ্ছে যে তারা অনেক সময় সঠিক নাম্বারে টাকা ফ্লেক্সিলোড করে না। অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে অভিযোগ করলে তারা অস্বীকার করে। অনেকে আবার ধান্দাবাজি করে টাকা ফ্লেক্সিলোড করে না কারন তারা চিন্তা করে ১০-২০ টাকার জন্য আবার কে তাদের কাছে ফিরে যাবে।
এভাবে অনেকরই টাকা ভুল নাম্বারে চলে গেছে। কিন্তু ফ্লেক্সিলোডের পদ্ধতি আসলে এটা না। আগে আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ আসবে তারপর আপনি টাকা দিবেন। কিন্তু তা হয় না।
টাকা ভুল নাম্বারে চলে গেলে এ টাকা ফেরত পাবার হার মাত্র ০%-২%। কেউ হাতেম তাই হয়ে যায়নি যে টাকা পেয়ে তা আবার ফেরত দিবে। মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার এ ব্যাপারে কোন সাহায্য করতে পারবে না।
যদি সম্ভব হয় ২০ টাকা অথবা ৫০ টাকার রিচার্জ কার্ড ব্যবহার করুন নয়তো সচেতন হন টুল পেতে বসা ফ্লেক্সিলোডের দোকান থেকে ফ্লেক্সিলোডে করানোর ক্ষেত্রে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৯