২০০৮ সালে লাইসেন্স নিলামের ভিত্তিতে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ/আগুরী হোল্ডিং বাংলাদেশে WiMAX সার্ভিস প্রদানের লাইসেন্স পায়। সরকারের শর্তমতে WiMAX সার্ভিসে ইন্টারনেটের স্পিড ১২৮kbps (কিলোবিট)= ১6KBPS (কিলোবাইট) এর নিচে নামতে পারবে না এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার নাগালে থাকতে হবে। বিভিন্ন প্যাকেজ আকারে এই খরচ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা মধ্যে থাকার কথা ছিলো।
কুইবি/Qubee হচ্ছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ WiMAX সার্ভিসের ব্রান্ড যেমন ওরাসকম টেলিকম বাংলালিঙ্ককে তাদের ট্রেডমার্ক বা ব্রান্ড হিসাবে ব্যবহার করছে।
অনেক জল্পনা-কল্পনার পর গতকাল অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইটে গিয়ে দেখলাম তারা তাদের WiMAX BroadBand Service শুরু করেছে শুধুমাত্র ঢাকাতে এবং নির্দিষ্ট কিছু এলাকায়। এলাকাগুলো হচ্ছে গুলশান, বারিধারা, উত্তরা, বনানী, মহাখালী এবং বাড্ডা ও তেজগাঁও – এর কিছু অংশ। এবার তাদের প্যাকেজ নিয়ে কিছু কথায় আসি।
দুইটি প্যাকেজ নিয়ে কুইবি/Qubee তাদের যাত্রা শুরু করেছে। একটি Qubee 512 যার স্পিড ৫১২kbps (কিলোবিট)= ৬৪KBPS (কিলোবাইট) এবং অপরটি Qubee 1MB যার স্পিড ১০২৪kbps (কিলোবিট)= ১২৮KBPS (কিলোবাইট)।Qubee 512 ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হবে ৩৪০০ টাকা এবং ডাউনলোড লিমিট হচ্ছে ৬ গিগাবাইট। Qubee 1MB ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হবে ৬২০০ টাকা এবং ডাউনলোড লিমিট হচ্ছে ৯ গিগাবাইট। অতিরিক্ত প্রতি MB(Mega Byte) ডাটা ডাউনলোড করার জন্য আপনাকে ১৫ পয়সা = ০.১৫ টাকা গুনতে হবে। বলতে ভুলেই গিয়েছিলাম যে মডেমের জন্য আপনাকে আরও ৭০০০ টাকা পকেট থেকে খসাতে হবে।
Qubee-এর ভবিষ্যত গ্রাহকদের প্রতিঃ
১) আপনি যদি খুব উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে Qubee ছাড়া আপনার গতি নেই। ৫১২kbps এবং ১০২৪kbps (1MB) আপনার উচ্চগতির চাহিদা পূরণ করবেই। কিন্তু আপনার পকেটেও টাকা থাকা চাই। মডেমের জন্য ৭০০০ টাকা এবং প্রতি মাসে ৩৪০০ অথবা ৬২০০ টাকা কিন্তু কম না।
২) আপনি কি নেট থেকে প্রচুর পরিমানে মুভি, গান, নাটক,গেমস ডাউনলোড করেন? তাহলে Qubee আপনার জন্য নয় কারন তাদের প্রতি মাসে তাদের ডাউনলোড লিমিট হচ্ছে ৬ ও ৯ গিগাবাইট দুইটি ভিন্ন প্যাকেজের জন্য এবং অতিরিক্ত প্রতি MB এর জন্য ১৫ পয়সা করে গুনতে হবে। সহজ হিসাব অতিরিক্ত প্রতি গিগাবাইট ডাটা ডাউনলোড করার জন্য আপনাকে ১৫৪ টাকা গুনতে হবে। সো নো আনলিমিটেড ডাউনলোডিং।
৩) আপনি Qubee-এর গ্রাহক হতে চান? তাহলে আপনার পকেট ভর্তি টাকা থাকতে হবে এবং কোন কিছু ডাউনলোড করার মন মানসিকতা রাখা যাবে না। ৬ অথবা ৯ গিগাবাইট ডাউনলোড লিমিটে আপনি অনায়াসেই ৩০ দিনে ফেসবুক, গুগোল, ইয়াহু, অন্যান্য ওয়েবসাইট দ্রুতগতিতে ব্যবহার করতে পারবেন। আর মাঝে মধ্যে দু-একটা গান ডাউনলোড করে নিবেন। সমস্যা হবে না। কিন্তু ৬ অথবা ৯ গিগাবাইট শেষ হলেই কিন্তু অতিরিক্ত টাকা গুনতে হবে।
৪) যাদের মাসিক বাজেট ৫০০/৭০০ অথবা ১০০০ টাকা তাদের জন্য দুঃসংবাদ যে আপনি Qubee-এর গ্রাহক হতে পারছেন না। এটা এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আসতে পারেনি। অপেক্ষা করুন সেই উজ্জ্বল ভবিষ্যতের।
তথ্যসুত্র
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩২