আসালামুয়ালাইকুম।ব্লগে কি লিখুম ভেবে পাইতেছিনা।
অবশেষে ফেসবুক সম্পরকিত এই টিপস খানা রি-পোস্ট করিলাম।
ব্লগার ভাইগো যাদের ফেসবুকে একাউন্ট আছে তারা চাইলে ফেসবুক নোটস্
হিসেবে আপনার ব্লগপোস্ট সমূহকে যোগ করতে পারেন।
এইজন্য প্রথমে ফেসবুকে লগিন করে নিচের চিত্রের মত Account=>Application Settings যান।
পেজ ওপেন হলে Application Settings - Recently Used
লেখার নিচে Notes এর Profile এ যান।
পেজ ওপেন হলে বামে উপরে Go to Application এ যান।
পেজ ওপেন হলে ডানে উপরে Import a Blog এ ক্লিক করুন।
পেজ ওপেন হলে নিচের চিত্রের চিন্নিত এর জায়গায় আপনার ব্লগের এর Web URL ঠিকানা দিয়ে বক্স এ চেক দিয়ে Start Importing এ ক্লিক করুন।
পেজ ওপেন হলে Confirm Import এ ক্লিক করুন।
খেল খতম।এবার ফেসবুকের নোটস হিসেবে আপনার ব্লগের পোস্টসমূহ কে দেখাবে।
আপনি নতুন কোনো পোস্ট করলেই আপনার ফ্রেন্ডরা সাথে সাথেই তা ফেসবুকে দেখতে পাবে।
-----------------------------------------------
(অঃটঃ ইবুক ডাউনলোড)