তার ছাই পরে থাকে আমার বুকের পরে-
কোন শলিকের ঠোঁটের ভালবাসা আজ
বিরহী হয়ে কেঁদে ফেরে পৃথিবীর তরে।
যে জীবন ছিল উচ্ছল নির্ঝর,
অথবা শিশির বিন্দু হয়ে পদ্ম পাতার পর,
যাযাবর মেঘ এসে নিয়ে গেছে তারে
হেমন্তর পাতার মত যখন স্বপ্ন ঝড়ে পড়ে।
ভালবেসে একবার পৃথিবীর হলে
আকাশ চলে যায় তাকে একাকী ফেলে,
পাখির পালকের মত জীবন তখন
কানে কানে বিবাগীর কথা বলে।
নক্ষত্রের রাত ফেলে, যে জীবন গেছে চলে,
যেথায় সন্ধ্যা সকরুণ পাখা মেলে
সেই জীবনের ভার সহেনা আর
নক্ষত্রের ভালবাসা পেলে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২২