১. নবী কারিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আংটিতে লেখা ছিল : محمد رسول الله(মুহাম্মদ আল্লাহর রাসুল)
২. হযরত আবু বকর রা. এর আংটিতে লেখা ছিল :نعم القادر الله(আল্লাহ কতইনা উত্তম ক্ষমতাধর)
৩. হযরত উমর রা. :كفي بالموت واعظا(উপদেশের জন্য মৃত্যুই যথেষ্ট)
৪. হযরত উসমান রা. :لتصبرن أو لتندمن(ধৈর্য ধরো, নয়তো লজ্জিত হবে)
৫. হযরত আলী রা. :الملك لله(রাজত্ব একমাত্র আল্লাহর জন্য)
৬. ইমাম আবু হানিফা :قل الخير وإلا فاسكت(ভালো কথা বলো; নয়তে চুপ থাকো)
৭. ইমাম আবু ইউসুফ :من عمل برأيه فقد ندم(যে ব্যক্তি পরামর্শ ছাড়া নিজের মতানুযায়ী কোনো কাজ করবে, সে অবশ্যই লজ্জিত হবে)
৮. ইমাম মুহাম্মদ :من صبر ظفر(যে ব্যক্তি ধৈর্য ধারণ করল, সে সফল হবেই)
সূত্র : আওযানে মাহমুদা : পৃ. ১০৭, ১০৮
কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এগুলোর ওপর আমল করার তাওফিক দাও ইয়া রব। আমিন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫