আমি জানি
ধরো আমাকে
আঁট করে
আমার সবটুকু
পিষে ফেল
আমাকে নাও
তুমি কতটা চাও
আমি জানি ... বাকিটুকু পড়ুন

ধরো আমাকে
আঁট করে
আমার সবটুকু
পিষে ফেল
আমাকে নাও
তুমি কতটা চাও
আমি জানি ... বাকিটুকু পড়ুন
এমন কত অন্ধকার বাতাসে
ভেসে আসা ভ্যাবসা রাতে
ছোট ছোট ভেলা আর
ডিঙিতে চড়ে
সাদাকালো মেঘের মোড়ে
জোনাকি জ্বলতে দেখি
প্রজাপতি স্বপ্নে বাকিটুকু পড়ুন
থার্মোমিটার নিরব ঘুমে
প্রতিরাতে জ্বর জ্বর লাগে
ভর করেছো কে বলতো
আমার মাথায়-ঘাড়ে?
দুপুর থেকে একলা রূমে
পেত্নি হবার ইচ্ছে জাগে,
ব্রহ্মদৈত্য! অ্যাই চলতো! ... বাকিটুকু পড়ুন
আমি কবিতা লিখতে জানিনা
আমি কবিতা লিখি
যারা জানে তারা লিখে না
শুধু লিখিত কথার কাটাকুটি করে
তাহলে কবিতা কোথায় থাকে?
কার বাড়ী?
কার হাড়িতে কত জ্বালে কবিতা জ্বলে? ... বাকিটুকু পড়ুন
আকাশ ভেঙে তুলো তুলো
বুকের উপর হামলে পড়ে
মনে হয় মারি
পিষে ফেলি জাপটে ধরে
তুলোর মতো হুলো হুলো
মেঘগুলিকে বাকিটুকু পড়ুন
এমন কেন লাগে?
দিন গড়ালেই বুকের ভেতর
ঝিনিকপিনিক নাচে।
আমার কিছু ভাল্লাগে না
কেউ থাকেনা টাচে
এমনি করে ছোট্ট খুকি
কেমন করা বাঁচে? বাকিটুকু পড়ুন
বাইরে গরম হাওয়া
অথচ বুকের ভেতর
হিম হিম পাথর
আমি তো গলবো বলে
বসে আছি
বসে আছি
দুই দশক পার করে ... বাকিটুকু পড়ুন
তোমরা বলে দিও পারলে-
আমি কি করবো আমাকে নিয়ে,
তোমাকে,তাকে বা তাদেরকে নিয়ে
বসে থাকতে পারি না
বসে থাকা আমার হয় না
ক্ষয় না হতে চেয়ে ... বাকিটুকু পড়ুন
ব্লগে আসি অনেক দিন পর পর। ভালো লাগে না। প্রাণহীন মনে হয়। সুমি আপুকে ভালো লাগতো। কেউ কি জানেন সুমি আপু কেন লেখে না?সুমি আপু ফিরে এসো!!! বাকিটুকু পড়ুন