ফ্যান্টম পেইন এমন এক ধরনের ব্যথা যা মানুষ শরীরের সেই অংশে অনুভব করে, যা তার শরীরে নেই। ধরুন কারো পা বা হাত কেটে ফেলা হলো, পরবর্তিতে যখন তার হাত বা পা নেই, তখন যদি তার সেই অংশে ব্যথা অনুভূত হয়, তাকেই ফ্যান্টম পেইন বলে।
প্রশ্ন হচ্ছে এই ব্যথা কি আসলেই ব্যথা নাকি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার?
কিছু দিন আগ পর্যন্ত ও ফ্যান্টম পেইনকে সাইকোলজিক্যাল সমস্যা হিসেবেই গন্য করা হতো, আর এর পিছনে লজিক্যাল কারন ও ছিলো, যেই অংশই শরীরে নেই, সেখানে ব্যথা হওয়াটাতো স্বাভাবিক কোনো বহিঃপ্রকাশ হতে পারেনা।
কিন্তু মেডিকেল সাইন্স এভার চেঞ্জিং – প্রতিদিনই কোনো না কোনো দিক থেকে এগিয়ে যাচ্ছে এটা। ব্যপারটা এমনযে আজ মেডিকেল সাইন্সের জন্য যেটা চিকিৎসা হয়তো কিছুদিন পর সেটা ঐ রোগের জন্য অপচিকিৎসা।
ফ্যান্টম পেইন এর ক্ষেত্রেও তেমনটাই দেখা গেলো, রিসার্চে করে দেখা গেলো যখন রোগীরা ব্যথা কমপ্লেইন করে তখন তাদের ব্রেন-এ (ব্রেন এর যে অংশে শরীরের সেই পার্ট রিপ্রেসেন্ট করে) ঠিক ই নার্ভ স্টিমুলাস দেখা যায়, অর্থাৎ এই ফ্যান্টম পেইন নিছকই কোনো মানসিক ভারসাম্যহীনতা নয়, বরং বাস্তব সম্মত ব্যথা।
সে জন্য প্রথম দিকে এন্টি সাইকোটিক ঔষধ এর চিকিৎসা তে ব্যবহার করা হলেও বর্তমানে প্রধানত ট্রাডিশানাল পেইন কিলার দিয়ে ই এর চিকিৎসা করা হয়। শুধু তাই নয়, বর্তমানে আরো অনেক ইন্টারেস্টিং চিকিৎসা পদ্ধতির উপরও রিসার্চ চলছে, যার একটি ম্যাজিক মিরর বা যাদুর আয়না।
জ্বী ঠিকই পড়ছেন, এটা আমাদের রূপকথার যাদুর আয়না নয়, বরং এডভান্সড মেডিকেল রিসার্চ এর ফলাফল এই যাদুর আয়না।
ম্যাজিক মিরর এক মজার স্ক্রিন, যার সামনে কোনো এমপ্যুটি (যার শরীরের কোনো একটি পার্ট, হাত বা পা নেই) দাড়ালে স্ক্রিনে সে নিজের শরীরের না থাকা পার্ট দেখতে পায়, এবং এক দিকের সাথে কো অর্ডিনেশান করে সে তার না থাকা অংশের মুভমেন্ট ও দেখতে পায় এবং ফ্যান্টম পেইন এর চিকিৎসা তে এই ম্যাজিক মিরর চমৎকার ভূমিকা পালন করছে।
facebook – এ আপডেট পেতে এখানে ফলো করুন।
টুইটার-এ – @drnhsarja