এন্ড্রয়েড-এ বাংলা ভাষার জয় জয়কার বেড়েই চলেছে। এই ধরুন ২০১১ তে প্রথম এন্ড্রয়েড ট্যাব দিয়ে ব্লগ লিখি। তখন অবশ্য বাংলা ফন্ট নিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হতো যা এখন আর নেই বলতে গেলে। (এখানে কিছু ইনফো দিয়ে রাখিঃ বর্তমানে সনির যেকোনো এন্ড্রয়েড ডিভাইস বাই ডিফল্ট বাংলা ইউনিকোড সাপোর্ট করে। স্যামসাং এর এশিয়া ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল শ্রীলংকা রিজিওনের ফার্মওয়্যার ব্যবহার করলে সঠিক বাংলা রেন্ডারিং সহ বাই ডিফল্ট বাংলা ইউনিকোড দেয়া আছে, আপনার এন্ড্রয়েড ঠিকভাবে বাংলা রেন্ডারিং না করলে স্যামসাং বাংলাদেশ এর অফিশিয়াল ফার্মওয়্যার আপডেট করুন, ঠিক হয়ে যাবে।)
এখন আসি কীবোর্ডের কথায়, বাই ডিফল্ট কোনো কম্পানির মোবাইলেই বাংলা কোনো কীবোর্ড দেয়া থাকে না। আর ফন্ট ঠিক মতো দেখালেও যদি কীবোর্ড ই না থাকে বা ঐ কোনো প্যাডে লিখে কপি পেস্ট করে কাজ চালাতে হয় (আইওএস & নকিয়া সিম্বিয়ানের কথা বললাম!) তাহলে আর লাভ কি।আর কীবোর্ড নেই এজন্য দুঃখের ও কিছু নেই কেননা বাই ডিফল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টমে কি বাংলা কীবোর্ড থাকে? আমরা অভ্র বা বিজয় আমাদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী নামিয়ে নেই। এন্ড্রয়েডের ব্যাপারটা অনেকটা তেমনই।
ফন্টের সমস্যা থাকলেও প্রথম থেকেই কীবোর্ডের কোনোই সমস্যা ছিলো না। আমি ২০১১ থেকেই মায়াবী কীবোর্ড ব্যবহার করতাম। তখন বলতাম যে মায়াবীকে মনে করে নিন এন্ড্রয়েডের অভ্র। যদিও আজ মনে হচ্ছে কথা এভাবে বলাটা ঠিক না, সেক্ষেত্রে মায়াবীর অবদানকে ছোটো করে দেখা হয়। যেভাবে ট্যাব আর বড় স্ক্রীণের দৌরাত্ম্য বাড়ছে আর ট্যাব-এর মতো ডিভাইস গুলা দামের দিক থেকে সাশ্রয়ী হচ্ছে সেক্ষেত্রে ট্যাব যে ব্লগিং এর স্থান দখল করে নেবে তাতো সময়ের ব্যপার মাত্র। আর সেই এন্ড্রয়েড-এ বাংলা লেখার পথিক হয়ে থাকবে মায়াবী কীবোর্ড-ই!
বেশ কিছুদিন ধরে প্লেস্টোরে ঢুকলেই নতুন বাংলা কীবোর্ড হিসেবে একটা নাম দেখছিলাম, রিদ্মিক কীবোর্ড, নতুন তাই ধরেই নিয়েছিলাম যে হবে খুব সাধারন টাইপের কোনো বাংলা কীবোর্ড। কিন্তু আজ হঠাৎ ডাউনলোড করে আমিতো রীতিমত হতবাক। এতো আরো চমৎকার কীবোর্ড। বলতে পারেন আরো নতুন সব ফিচার যোগ করে এক চমৎকার কীবোর্ড এটা। তার সাথে সুবিধা ফ্রী আর কোনো অ্যাডের ঝামেলা নেই।তবে রিদ্মিকে এখনো এক্সটারনাল কীবোর্ড ব্যবহারের সুবিধা যোগ করা হয়নাই, শুনেছি দ্রুতই যোগ করা হবে। এই সুবিধা এখন পর্যন্ত শুধুমাত্র মায়াবী কীবোর্ড লাইর-এ ই আছে। আর নতুন সুবিধা হিসেবে আছে ইউনিজয় কীবোর্ড আর জাতীয় কীবোর্ড। তবে পিসিতে যেহেতু আমি অভ্র ফোনেটিক ব্যবহার করি এন্ড্রয়েড-এ আমার কাছে মায়াবী আর রিদ্মিক ফোনেটিকটাই ভালো লেগেছে।
প্রযুক্তির এর চরম উৎকর্ষ সাধনের যুগে মায়াবী কিবোর্ড আর তারপর রিদ্মিক কীবোর্ড বাংলাকে মোবলিটি হাই টেক জগতেও সমুন্নত রেখেছে।
যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তবে রিদ্মিক কীবোর্ড টা অবশ্যই ব্যবহার করে দেখুন, মনে হবে যেন ডিফল্ট কীবোর্ডেই লিখছেন প্রানের মাতৃভাষা বাংলা।