সারা রাত ব্যাপী ইন্টারনেট কানেকশান সেট করার ব্যর্থ চেষ্টা শেষে দেখলাম – উবুন্টুতে নেট ব্যবহার বড়ই সোজা, শুধু শুধু নিজে থেকেই ভয় পাওয়াতেই এই অবস্থা!
সে যাই হোক, নেট কানেকশান তো হল, কিন্তু বাংলা যে হলো না, এবার নেটে উবুন্টুতে বাংলা সার্চ দিয়ে অনেক ঘাটাঘাটি। অনেক জায়গায় লেখা আছে ফন্ট ইন্সটল করার জন্য, কিন্তু আমার তখন অলরেডী ইউনিকোড বাংলা দেখাচ্ছে।
তারপর ও এ সাইট থেকে বাংলার জন্য অনেক কিছুই নামালাম, ইন্সটল করে কিছুই হচ্ছে না।
ঘুরতে ঘুরতে অবশেষে পেয়ে গেলাম, হায়, এটাও দেখি অনেক সহজ, শুধুশুধুই এতক্ষন সময় নষ্ট!!
system → Administration → Language Support – Install/Remove language – এখানে Bengali সিলেক্ট করে Apply Change, ব্যাস।
এখন, system → Preferences → Keyboard → Layout -এ গিয়ে Add দিয়ে দেশ – বাংলাদেশ আর কীবোর্ড প্রভাত সিলেক্ট করে দিলেই হলো।
এর পর লেআউট অপশানে গিয়ে select key to change layout করে দিলেই ব্যস-হয়ে গেলো।
১ – ২ দিন লেগে যাবে প্রভাত অভ্যাস করতে।
আর কি লাগে, হয়েই গেলো সব কিছু উবুন্টুতে