কিছুক্ষন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম।
ছবিটা পোস্ট করেছেন এই ব্যক্তি
Chairman,Editor & Publisher · ফেব্রুয়ারী 14, 2009 থেকে এখন পর্যন্ত
The 1st online news paper of Coxsbazar, Bangladesh
পড়ালেখা তার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি গবেষণা করে বের করেছেন যে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা বিদ্যুৎ লাইনের ভোল্টেজ ২২০ এর পরিবর্তে কমিয়ে ১৮০-২১০ দিয়ে রাখে। এতে লোডের কারেন্টের (এম্পিয়ার) মান বেড়ে যায় ফলে গ্রাহক এর বিদ্যুৎ বিল বেশী আসে।
আচ্ছা আমরা একটু হিসাবটা দেখে আসি।
গ্রাহক যে লোড ব্যবহার করছে যেমন (লাইট, ফ্যান অন্যান্য) সেই লোড কি পরিমান এনার্জি (ওয়াট আওয়ার) কনজিউম করছে সেটার উপর তাকে বিল দিতে হয় । আমরা যেটাকে ইউনিট বলি সেটা আসলে কিলোওয়াট-ঘন্টা।
এবার এই কিলোওয়াট-ঘন্টা এর হিসাব টা একটু দেখি
একটা লোড কি পরিমান পাওয়ার নিচ্ছে সেটার একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট (ওয়াটের ১০০০ গুন)
পাওয়ার = লোড এর এক্রোসে ভোল্টেজ * লোড এর কারেন্ট [১]
আর এনার্জি = পাওয়ার * সময় (কতক্ষন ধরে লোডটা চলছে)
ধরুন আপনার বাসায় একটা ৬০ ওয়াটের লাইট যেটা ২২০ ভোল্ট এর লাইনে লাগানো আছে এবং এটা আপনি ২০ ঘন্টা চালিয়ে রেখেছেন।
একটা লাইটের গায়ে যদি লেখা থাকে "২২০ ভোল্ট, ৬০ ওয়াট" এর মানে হলো যদি এই বাল্বটাকে ২২০ ভোল্ট এর লাইনের সাথে লাগানো হয় তাহলে এটা সর্বচ্চ ইন্টেনসিটি নিয়ে জলবে এবং ৬০ ওয়াট পাওয়ার নেবে লাইন থেকে। অর্থাৎ যদি এটার লাইন ভোল্টেজ কমিয়ে দেয়া হয় তবে এটার ইন্টেনসিটি কমে যাবে এবং কম পাওয়ার নেবে। ভোল্টেজ কমে গেলে কারেন্ট বেড়ে যাবে এটা সত্য নয়।
তাহলে কি দাড়াচ্ছে,
যেহেতেু এনার্জি = পাওয়ার * সময়, আর ভোল্টেজ কমে গেলে পাওয়ার ও কমে যাবে। ফলে এনার্জি ও কমে যাবে। ফলে গ্রহকের উপর কোন এক্সট্রা বিল আসবে না।
উপরের উদাহরনে আপনার বিল কত আসছে একটু দেখি,
এনার্জি = ৬০ (ওয়াট) * ২০ ঘন্টা = ১২০০ ওয়াট-ঘন্টা = ১.২ কিলোওয়াট-ঘন্টা,
এই ১.২ ই হচ্ছে আপনার ইউনিট যার বিল আপনাকে পরিষোধ করতে হবে।
একটা বিষয় না জেনে না বুঝে এভাবে সাধারন মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? ঐ ব্যক্তির উচিত ছিল আগে বিষয়টা ভালো করে জানা।
[১] = ইন্ডাক্টিভ লোড এর ক্ষেত্রে রিয়াক্টিভ পাওয়র বলে আরেকটা অংশ আছে যার জন্য আপনাকে বিল পরিষোধ করতে হয় না বলে হিসেবে আনলামনা। কেউ জানতে চাইলে আমি বুঝিয়ে দেব।
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন