১. কোন ময়লা কাগজ, ব্যবহার করা ফেসিয়াল টিস্যু বা এ জাতীয় কোন কিছু ময়লার ঝুড়িতে ফেলতে গিয়ে নিচে পরে গেলে আপনি কি করেন?
ক. তুলে ময়লার ঝুড়িতে ফেলেন।
খ. কেউ খেয়াল করছেনা ভেবে পা দিয়ে আড়াল করে রাখেন।
গ. যেমন আছে তেমনি রেখে দেন।
২. হাতে কোন ময়লা লাগলে সেটা কি করেন?
ক. পাশের দেয়াল বা চেয়ারের সাথে মুছে ফেলেন
খ. টিস্যু দিয়ে মুছে ফেলেন বা ধুয়ে ফেলেন
গ. কিছু করেন না
৩. খাবার টেবিলে খাবার মাঝখানে কোন কিছুর প্রয়োজন হলে কি করেন?
ক. ডান হাতে খাবার লেগে থাকা সত্তেও সেই হাতেই চামচ ধরেন
খ. বাম হাত দিয়ে চামচ ধরেন
গ. কাউকে বলেন উঠিয়ে দেয়ার জন্য
৪. অফিসের ডাইনিং টেবিল এ খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় কি করেন
ক. খাবার প্লেট বা বক্স টেবিলেই রেখে চলে আসেন
খ. প্লেট বা বক্স উঠিয়ে নিয়ে আসেন কিন্তু উচ্ছিস্ট ফেলে রাখেন
গ. প্রথমে উচ্ছিস্ট খাবার বক্সে উঠান তারপর প্লেট বা বক্স উঠিয়ে নিয়ে আসেন
৫. খাওয়া শেষ করে ডাইনিং থেকে বের হওয়ার সময় দরজা কিভাবে খোলেন
ক. ডান হাতে দড়জা খুলে বের হন
খ. বাম হাত দিয়ে দড়জা খুলে রেখে বের হয়ে যান
গ. বাম হাত দিয়ে দড়জা খুলে বের হয়ে আবর বন্ধ করে দেন
৬. বেসিনে হাত মুখ ধোয়র পর কি করেন
ক. বেসিনের ট্যাপ খোলা রেখেই চলে আসেন
খ. বেসিন থেকে হাত ধোয়া ময়লা গুলো পানি ছেরে ধুয়ে নিয়ে ট্যাপ বন্ধ করেন।
গ. বেসিনের ট্যাপ বন্ধ করে চলে আসেন
৭. বেসিনে রাখা তোয়ালেতে হাত মোছেন কিভাবে?
ক. হাত মুছে তোয়ালে এলোমেলো করে রাখেন
খ. হাত ভালো ভাবে ধোয়া হয়েছে কিনা দেখে তারপর তোয়ালেতে হাত মুছে গুছিয়ে রাখেন
গ. হাত মুছে তোয়ালে গুছিয়ে রাখেন
৮. টয়লেটে ঢোকার আগে কি করেন?
ক. সোজা গিয়ে টয়লেটের দড়জায় ধাক্কা দেন
খ. জিজ্ঞাসা করেন বা ফাক ফোকর দিয়ে দেখার চেস্টা করেন ভিতরে কেউ আছে কিনা
গ. দড়জায় খেয়াল করেন বা হাল্কা চাপ দিয়ে বোঝার চেস্টা করেন ভিতরে কেউ আছে কিনা
৯. টয়লেটে গিয়ে কি কি সচেতনতা বজায় রাখেন?
ক. দড়জা ভালো করে লেগেছে কিনা, পর্যাপ্ত পানি আছে কিনা দেখেন
খ. শুধু পানি আছে কিনা দেখেন
গ. কিছুই করেন না
১০. টয়লেটে টিস্যু ব্যবহার করার পর কি করেন?
ক. টিস্যু বক্স এ ফেলে দেন
খ. কমোড এ ফেলে দেন
গ. ফ্লোর এ ফেলে দেন
১১. টয়লেটে ব্যবহার করা টিস্যু বক্স এ ফেলতে গিয়ে বাইরে পরে গেলে কি করেন?
ক. ওখানেই ফেলে রাখেন
খ. তুলে বক্স এ ফেলেন
গ. পা দিয়ে সরিয়ে আড়াল করে রাখেন
১২. টয়লেট ব্যবহার শেষে কি করেন
ক. পর্যাপ্ত পানি দিয়ে কমোড পরিস্কার করে রেখে আসেন
খ. অল্প একটু পানি ছেরে দিয়ে চলে আসেন
গ. কমোডে পানি না ছেরেই চলে আসেন
১৩. টয়লেট শেষে কমোডের ঢাকনা কিভাবে রাখেন?
ক. যেমন ছিল তেমনি রেখে আসেন
খ. ঢাকনা উঠিয়ে রেখে আসেন
গ. খেয়াল করেন না
মুল লেখা: আমার খুব পছন্দ হয়েছে তাই শেয়ার দিলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১২ সকাল ১১:৫৭