কষ্টের স্তুপগুলো যতই উচু হোকনা কেন
একটি আনন্দ কি তার চাইতে বড় নয়?
যত দুঃখই আকাশ কালো করে মেঘ নামায়
রংধনুর রঙ কি তার চেয়েও বর্ণিল নয়?
যার উদাসীন অবহেলা বিষণ্ণ করে মন
তার উষ্ণ সান্নিধ্য কি এর চেয়েও নিবিড় নয়?
ভাললাগা আর ভালবাসার এই পৃ্থিবী
কেনো একটু আঘাতেই দুঃখ পায়!
দুঃখের বন্ধ জানালা দিয়ে যখন সোনালী স্বপ্নের
রোদ ফাক গলিয়ে আলপনা সাজায়
সে আলোয় কি প্রত্যাশাগুলো ঝৃিলিক দিয়ে ওঠেনা?
অপরাহ্নে বিদায় বেলার সূর্য যে আলো নিয়ে যায়
জোছনার রূপে কি সে-ই আবার নবসাজে ফিরে আসেনা?
যে যাবার সে তো ঠিকই যাবে
কেনো শুধু করা তার স্মৃতির ধূলো পরিষ্কার
আগামী দিনের যে সূর্য উদয় হবার পথে
সে আলোক শিখার পথে হোক নবযাত্রা।।