মৌমিতা, কেমন আছো তুমি?
তুমি কি কৃষ্ণচূড়ায় পায়ের পাতা ডুবিয়ে
খুব ভোরে হেটে যাও এখন-ও দূরে,
তোমার ব্যাগে কি এখনও থাকে
জীবনানন্দের সেই, সে-ই বইটা
যা তুমি রোজ আমায় পড়ে শোনাতে,
তুমি কি এখনও বাচ্চা মেয়েষ্ণর মত
সারা পুকুর জুড়ে সাতার কাটো,
এখনও কি তোমার তুলিটা প্রতিনিয়ত
রঞ্জিত হয়ষ্ণ প্রকৃ্তির প্রগাঢ় সবুজে।
জানি, তুমি আগের মতই আছো।
জানো, আমি আর এখন চোখ বুজলেই
হারিয়ে যেতে পারিনা স্বপ্নের ঘোরে
আমার গা থেকে এখন আর সোদা মাটির গন্ধ পাবেনা।
রাতের আকাশের তারারা আমাকে আর টানেনা।
আমার চারিধারে এখন শুধু লৌকিকতার ছড়াছড়ি
জীবনটা কেমন যেন হয়ে উঠেছে যান্ত্রিক চাকা।
সেই চাকার গতি এবার আমি ভাঙ্গবোই
আমি আবার ফিরে আসব তোমাদের কাছে।
আমি না ফিরলেও, আমার আমি ঠিকই ফিরে যাবে
সেই বটবৃক্ষের শিকড়ে।।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ রাত ১০:১৬