আমি নিস্তব্দ রাতের ডানা মেলা পাখি
কই কথা জোনাকির সাথে
জোৎস্নার সাথে গড়ি মিতালী
রাত্রির অন্ধকারে খুজি আমার স্বপ্ন
রাতের তারাগু্লো তাই দেখে হাসে মিটিমিটি।
মধ্য রাতের সাইরেন কিংবা প্রহরীর হুইসেল
আমার একাকীত্বে ঘটাতে পারেনা বিচ্ছেদ
ঢং ঢং বেজে চলা ক্লান্তিহীণ ঘড়িটা
আমার বোবা কান্নার স্বাক্ষী হয়ে চলে
হাসনাহেনা তার সুরভিত সৌরভ দিয়ে
আমায় মোহিত করার ব্যর্থ চেষ্টায় লিপ্ত
আমার ভেতরের আমি, কাকে যে খুজে বেড়ায়
কোন ইচ্ছা পূরনে সে হাতড়ে মরে
সে নিজেই জানেনা তার গন্তব্য
রাত্রির পর রাত্রি এভাবেই পেরিয়ে যায়
সীমাহীন নীলিমায় আমার আবারও
মেঘে মেঘে ভেসে চলা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:৫০