কোকিলের সুর রয়ে গেছে আগের মতই
আজো সরোবরে ফোটে অসংখ্য পদ্ম
শুধু একতলা কিংবা দোতলা ছাদের উপর
উঠে গেছে মাল্টিস্টোরেড বিল্ডিং
রমনায় এখন আর পাওয়া যায়না বিশুদ্ধ বাতাস
বুড়িগঙ্গায় কেউ যায়না বিহারে
কেননা ওটা আজ শুধুই ময়লা ডাস্টবিন
কূমোরের এখন আর হাড়ি কিংবা কলসিতে নেই
শিল্পপতির গৃহকোনে আজ তার স্বাচ্ছন্দ্য বিচরন।
কুপি কিংবা হারিকেনের যায়গায় শোভা পায়
রট আয়রনের কারুকার্যময় মোমদানি।
আমাদের ঘরে এখন অজস্র আলোর ঝলকানি
শুধু দেখা হয়না সেই জোৎস্না প্লাবিত রাত।
নেই সীতের সকালের নারিকেল, চিড়া, মুড়ি
ঝিরঝিরে হাওয়ায়, পাল তোলা নৌকায়
ঘুরে বেড়ানোর ফুরসত আমাদের হাতে নেই
চাই শুধু টাকা আর উন্নতি, কেননা
সভ্যতার বিবর্তনে আমরা সবাই বড় আধুনিক।