আসলে কি জানেন, ছাপার হরফে, টেলিভেশনের পর্দায়,
সভা সমিতিতে আমরা নানা কথা বলি তো,
আদর্শ, গণতন্ত্র, মানবিকতা
এই শব্দগুলোর সঙ্গে আমাদের খুব প্রেম,
কিন্তু ব্যক্তিগত জীবনে
এই শব্দুগূলোকেই আমরা স্বার্থনুয়ায়ী
উল্টে পাল্টে নিজেদের সুবিধে মতো করে নেই।
থাক বড় বড় বক্তৃতা দিয়ে লাভ নেই।
আসল কথা হলো
আমাদের বিবেক মারা গেছে
আমারা কেউই নিজের ত্রুটি দেখি না
আমাদের কারো কোন দায়িত্ব নেই
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭