# আমরা নারী-পুরুষ সমঅধিকারের কথা বলি কিন্তু বাসের প্রথম সারির সিটগুলো আজও ওনাদের জন্য বরাদ্দ।
# ছাত্র রাজনীতির নামে কতিপয় বিপথগামী তরুণসমাজ রাজনৈতিক দলগুলোর যা-ও কিছু সুনাম আছে তা নষ্ট করছে কিন্তু তাও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে না।
# পর্ণ ওয়েবসাইটগুলো উঠতি তরুণদের বিপথগামী করলেও আজও তা নিষিদ্ধ হয় নাই ।
# বিদ্যুত সংকট চরমে কিন্তু কয়েক বছরেও নতুন পাওয়ার স্টেশন স্থাপন হয় নাই।
# কতিপয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যাচ্ছেতাই হলেও আজও ইউজিসির বিশ্ববিদ্যালয় আইন কার্যকর হচ্ছে না।
# স্বাধীনতার ৪০ বছর হতে চললেও যুদ্ধাপরাধীরা দাম্ভিকতার সাথে দেশে অবস্থান করতেছে।
# স্বকীয় লেখার বদলে দৈনিক পত্রিকার সংবাদ হুবহু কপি-পেষ্ট করে বাংলা ব্লগের সম্ভ্রমহানি করা হলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মডারেটররা নিশ্চুপ ভূমিকা পালন করছেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২৮