আমরা যারা না চাইতেই সব পেয়ে যাই তারা হয়তো লিখাটা অনুধাবন করতে পারবেন না, তবে যারা এই দলে নেই তারা হয়তো বিবেচনা করবেন বিষয়টা।
গত মাসে আওয়ামীলীগ এর সড়কমন্ত্রী ওবায়দুল কাদের হুংকার ছেড়ে বলেছিলেন যে মন্ত্রীত্ব যাবে কিন্তু মহাসড়কে সিএনজি চলতে দেবেন না। ঠিকাছে, আপনি চলতে দেবেন না, আপনি পাওয়ার দেখাতেই পারেন। আওয়ামী পাতি নেতারাও এখন যেখানে পাওয়ার দেখায় সেখানে আপনি তো একজন মন্ত্রী! কিন্তু সমস্যা হচ্ছে স্যার আপনি যে হঠাৎ করে এভাবে পরিষেবাটা বন্ধ করে দিলেন তাতে যে জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে তা কি আপনি এসিতে বসে থেকে বুঝতে পারছেন? আপনি হয়তো ভেবেছেন মহাসড়কে সমস্ত দুর্ঘটনা ঘটে সিএনজির জন্য। কিন্তু স্যার পরিসংখ্যান কিন্তু আপনার চিন্তার বিরুদ্ধে কথা বলছে। মহাসড়কে যানজট আর এক্সিডেন্টের জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে বাস,ট্রাক এবং কার্গো লাইনার গুলো। আপনি এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারতেন, এদের বেপরোয়া গতির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারতেন, এরা রাস্তায় বের হওয়ার আগে যাতে গাড়ী চেক করে বের হয় এ ব্যপারে নজর দেয়ার জন্য আঞ্চলিক ভাবে সংশ্লিষ্ট ব্যাক্তিদের নির্দেশ দিতে পারতেন। আপনি এটা করলেন না! সরাসরি সিএনজি বন্ধ! লাখো মানুষের পেটে লাথিটা স্যার এভাবে না দিলেও পারতেন। মানুষ স্যার এখন বিদেশ যেতে চায়না এজেন্সীগুলোর দুনম্বরির কারনে। মানুষ এখন কিছু টাকা পুঁজি খাটিয়ে একটা সিএনজি কিনে। কিন্তু আপনার এই হঠকারী সিদ্ধান্তে মানুষ মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে? সিএনজি নিয়ে কি সে পদ্মা,মেঘনা পাড়ি দেবে? আপনি যুক্তি দেখিয়েছেন গাঁয়ের রাস্তাগুলোয় সিএনজি চলবে। ভাল কথা চলবে, কিন্তু শুধু গাঁয়ের পথ মাড়িয়ে কি স্যার দৈনিক চলা যাবে? মালিকের ভাড়া,নিজের খরচ, গাড়ীর খরচ মিলিয়ে আর কিছু কি পকেটে থাকে? এ গেলো ড্রাইভার দের কথা। এবার শুনুন আমাদের দুর্ভোগের কথা!
গাঁয়ের প্রত্যন্ত অঞ্চল যেখানে উন্নত হসপিটাল নেই, সেখান থেকে আমরা আগে রোগী নেয়ার জন্য প্রধান মাধ্যম বানাতাম সিএনজি কে। কারন গাঁয়ের মানুষ তো সবসময়ই বঞ্চিত! তারা এম্বুলেন্স এর স্বপ্ন কোত্থেকে দেখবে? স্যার, আমাদের এই সার্ভিসটা তো আপনি বন্ধ করে দিলেন! ভাবুন একজন মুমূর্ষু রোগী শুধুমাত্র একটু ভাল চিকিৎসা না পাওয়ায় যদি মৃত্যুবরণ করে, আর সে যদি হয় কারো মা,কারো বোন কারো স্ত্রী তাহলে কেমন লাগবে? আপনার স্ত্রী যদি পেটব্যথায়েও ভুগে আপনি তো স্যার হেলিকপ্টার করে আপনার স্ত্রীকে সিঙ্গাপুর পাঠাতে পারবেন। কিন্তু আমাদের কি হবে? আমাদের যে আপনার মতো অত টাকা নেই, আমরা যে অসহায়! আমাদের কথা একটু ভাববেন স্যার? আপনার এই অযৌক্তিক দাবী থেকে কি আপনি সরে আসবেন স্যার? ফিরিয়ে দেবেন কি আমাদের মাঝে ছোট অথচ অনেক উপকারী এই যানবাহনটিকে? প্লিজ?
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬