বাংলাদেশে এক শ্রেণীর লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও রাজনীতিবিদ জাতীয় ঐক্য, গণতন্ত্র ইত্যাদি নামে বি এন পি, জামাতকে এবং তাদের মতামত ও রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চান। এই শ্রেণীর লোকদের এবং বি এন পি জামাতকে সমর্থনকারী আজকের প্রজন্মকে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করতে অনুরোধ করছি।
মক্কা বিজয়ের পর নবিজী মক্কাবাসি ইসলাম বিরোধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন।কিন্তু তিনি ইসলাম বিরোধী কোরেশদের ক্ষমতার অংশীদার করেন নি। নবীর মৃত্যুর পর খলিফা করা হয়েছিল হজরত আবুবকর, উমর, উসমান, আলী প্রমুখকে; ইসলামের বিরুদ্ধে বদর, ওহোদ ইত্যাদি যুদ্ধে অংশগ্রহনকারী কাওকে খলিফা করা হয় নাই।চিন্তা করুন ইসলামের বিরোধিতাকারী কাওকে খলিফার আসনে বসালে ইসলাম ধর্ম টিকে থাকা কতটা অসম্ভব হতো।
কারবালায় নবীর বংশধরদের নৃশংসভাবে হত্যা করে ইয়াজিদ ক্ষমতা দখল করে। কিন্তু সে ইসলাম বিরোধিদের ক্ষমতার অংশীদার করে নাই। জিয়া মুশতাক গংরা বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে ক্ষমতা দখল করে। এবং স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া মুসলিমলীগ, জামাত, রাজাকার, আলবদর, আলশামসদের রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে।তাই জিয়া, মুশতাকরা ইয়াজিদের চেয়েও নিকৃষ্ট ও স্বাধীনতা বিরোধী।
পাকিস্তান ও তার সহযোগিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালু রাখতে হবে। গণতন্ত্র, জাতীয় ঐক্য ইত্যাদি কোন অজুহাতে ছাড় দিলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে—একথা আজকের প্রজন্মকে মনে রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮