এসব কথার কি’বা মূল্য আছে?
কি’বা মূল্য আছে এসব সাধারণের কথার?
যখন আমরা আয়ত্ত্ব করে ফেলেছি দাসত্বের শিল্প!
সুনসান! নিশ্চুপ, রাত শেষের আওয়াজ
আসসালাতুম খায়রুম মিনান নাউম,
আসসালাতুম খায়রুম মিনান নাউম।
বড়ই অদ্ভুত! আমরা কবিতা লিখতে শিখে ফেলেছি
অথচ কবিতার জন্য দরকার স্বাধীনতা
মুক্ত বাতাস আর দুরন্ত স্পর্ধা!
সেজুতিও আজকাল রেসিপি ছেড়ে কবিতা লিখছে।
লজ্জা! পতিতাবৃত্তিও আজ একটা শিল্প
সমাজের কুলাঙ্গারদের রসনাবৃত্তি তারাই দমন করছে
তাইতো অজস্র তারকা উপাধি তাদের থলিতে
অথচ শিল্প একটা ভাষা,একটা কল্পনা
সোনালী সভ্যতা বিনির্মানে তা ভাব বিনিময় করে।
দূর্বাঘাসে আজ কাঁটা গজিয়েছে, ভয়ঙ্কর কাঁটা!
বর্গাকার যাদুর বক্সে দেখা যাচ্ছে,অধীর আগ্রহ নিয়ে বসে আছে
সুনসান! নিশ্চুপ, রাত গভীর হতে চলেছে
কাঁটাটি তার বিষাক্ত ফণা তুলছে,অব্যর্থ ছোবল!
আর ধ্বসে পড়েছে আরেকজন শিল্পী,সভ্যতা বিনির্মানের শিল্পী।
ছবিসূত্রঃ-নেট।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ১:২৮