দিগন্তের নীলের স্পর্শতা আর এক টুকরো জ্যোৎস্না
ডাস্টবিন থেকে আসা গন্ধের মতোই অধরা,
প্রাচীরে আটকেপড়া স্বান্ত্বনাটুকুও বরফের মতো গলে যায়।
ঠেস দেওয়া প্রাচীরের মতোই জীবনের সুখ বিলাস
তুবু হাঁড়ভাঙ্গা খাটুনি খেটে সমুদ্রে মন্থনে যায়,
খাঁচা বন্দী সুখ পাখিটা অযথাই খাঁচায় ঠোকর দেয়।
আর ভালবাসা একখানি চকোলেটের মতো কখন মিলিয়ে যায়
শুধু রেশটুকু রেখে যায় সিডর বিধ্বস্থ জনপদের মতো,
তবু শিশুর মতো হাহাকার করে উঠি ভালবাসা পাওয়ার আশা।
ছবিসূত্রঃ-নেট।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১