অধরাকে ছুঁইয়ে ছিলাম বলে
মা আমায় বকে ছিল,
অথচ বৃষ্টি সারারাত কেঁদেছিল
সকালে দেখি অধরার চোখও ফোলা।
একটা গোলাপ আনতে বাহনা দিয়েছিল
একশত আটটা নীলপদ্ম নয়, একটা মাত্র লাল গোলাপ, আনতে পারিনি
যদি মা আবার বকা দেয়
আর বৃষ্টি সারারাত কেঁদে মরে।
বৃষ্টির সে কান্না হয়তো আমি বুঝিনি
আজ মা নেই,
একরাশ অভিমান নিয়ে অধরাও চলে গেল,
তাইতো বৃষ্টি যখন কাঁদে আমিও কাঁদি
আর উড়ে আসা বৃষ্টির আলতো ছোঁয়ায় অধরাকে অনুভব করি।
ছবিঃ-নেট।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫