অনাদিকালের ভগ্ন প্রাচীর আর ছোপ ছোপ রক্তের দীর্ঘশ্বাস
মৃত্তিকায় সেখানেও অঙ্কুরিত করেছে ডানায় উড়ে চলা অযুত স্বপ্ন,
কালের অতলে হারিয়ে গেছে কত প্রচন্ড প্রতাপশালী ভূস্বামী
অন্ধকারের দেওয়াল মাড়িয়ে আলো দেখিয়েছে যুগের মহানায়ক।
কৃঞ্চবিবর গোগ্রাসে নিয়ে যাচ্ছে মহাকাশের সমস্ত ভস্মাদি
সেখানেও বেড়ে উঠছে ধুম্রকুঞ্জ থেকে লাখো-সহস্র তারকাপুঞ্জ,
শকুনের বিষাক্ত ছোবলে মেসোপটোমিয়া আজ ইউরোপে নাঙ্গা ভুখা উদ্বাস্তু শিবির,
ভূমধ্যসাগরের মরণ ক্লান্তির ছাপ মাড়িয়ে তারাও চেয়ে থাকে
আসবে বেদনার তটরেখা মাড়িয়ে সুখের প্রজাপ্রতি হয়ে।
কৃঞ্চকায় এক উদ্ভট প্রেতাত্মা জমিয়ে দিচ্ছে আমাদের সমস্ত নাগরিক শক্তি
তাইতো আমরা হুজুগে বাঙ্গালী চিলে কান নিয়েছে বলে তার পেছনে দৌড়াচ্ছি,
মহাকালের গর্ভে উৎসর্গিত করতে যাচ্ছি আরেকটি বেদনার সমাপ্তি আর
নববর্ষের আঙ্গিনায় বসে চেয়ে থাকি এক চিলতে রৌদ এসে জ্বালিয়ে দিবে সমস্ত অশুভ শক্তি।
ছবিসূত্রঃ-নেট।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬