সবই যেন শূণ্য থেকে শূণ্যে মিলিয়ে যায়
যেন ডানা খসে পড়া ঘাস ফড়িং,
লাফিয়ে লাফিয়ে চলছে; উড়ার ইচ্ছা তারও ছিল
আজ সে বাস্তুহারা পথের ভিখারী।
নীলাভ হরিণী চোখের তেপান্তর
পেছনে ফেলে গেছে নদীর ভাঙ্গন
দিগন্তের পানে হাত বাড়িয়েছে; একটু সুখ পাওয়ার আশা
আজ সে বিধবা; স্ত্রী হারা বিপত্নীক
মাথার উপরে বিশাল ছাদ
যেন সৌন্দর্যের মেলা বসিয়েছে
পাশে ডাস্টবিন,সব দামী খাবারগুলো স্তুপীকৃত
তার একটু পরে আলো আঁধারীর বাতায়ন
লাল, নীল পরীরা যেখানে সাজের পসরা সাজিয়েছে।
অতপর একখানি দেওয়াল
সবই যেন শূণ্যে মিলিয়ে দিচ্ছে।
ছবিসূত্রঃ-নেট
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৮