মুহসীন হলের একটি রুম থেকে ব্লগিং করছি। এখান থেকে এফ রহমান হলটি দেখা যায়। শেষ বিকেলে জানালা দিয়ে নজর পড়লো এফ রহমান হলের ছাদে। অনেক লোকের সমাগম, হৈ-হুল্লোর, চেচামেচি। বুঝা যাচ্ছিল মারামারির মতো কিছু একটা হচ্ছে। মাঠেও অনেক লোক দেখা গেল।
রুম থেকে নেমে গিয়ে জানতে পারলাম জহু হলের সাথে মারামারি হচ্ছে। জহু হলের ছাত্ররা আগ্রাসী হয়ে ছুটে আসছে, এফ রহমানে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু হল গেট বন্ধ। তাই চিৎকার চেচামেচি-ঢিল ছেড়াছুড়ি। এফ রহমানের ছাদ থেকে ইট ছোড়া হচ্ছে।
কি কারনে এমন ঘটনা শুরু হলো জানে না অনেক প্রত্যক্ষদর্শী, এমনকি যারা একাজে অংশ নিচ্ছে তাদের অনেকেও। ঘটায় অংশ নিয়েছে এমন পরিচিত কয়েকজনের সাথে কথা বলে জানা গেল তারাও জানে না আসল ঘটনা।
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের বিশ্বজনীন হয়ে উঠা ছাত্রদের এধরণের কর্মকান্ড কতটা বিবেকপ্রসূত? জাতির উন্নয়নে এরাই একসময় হয়তো এমপি-মন্ত্রী হবে।।
বিশ্ববিদ্যালয়ে আমরা এধরণের বিশ্বজনীন (!?) কাজ দেখতে আসিনি। আর দেখতেও চাইনা।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬