ওরে আমার পাগলা ঘোড়ারে , কই থাইকা কই লইয়া যায় ...। হাসনের লেখার কপিরাইট নাই , হোসেইনের লেখার কপিরাইট থাকবে ক্যানে এইটা নিয়া ব্লগে তর্ক করন যায় বহুত সময় । আজাইরা টাইম থাকতে হইবে দুইপক্ষেরই । আফসুসের বিষয় সেই টাইম দুইপক্ষের কারোই তেমন নাই , আছে তৃতীয় পক্ষের যারা আবার আলুচনা করতে পারে না , করে ম্যাৎকার ।
সোজা কথায় আসি । ব্লগের লেখাগুলার কপিরাইট নিয়া প্রশ্নের চাইতে বড়ো প্রশ্ন হইলো গিয়া মাস্তানী সিমটম । মাহবুব মোর্শেদ পরিষ্কার কইরা কইতেছে যে তার লেখা দেয়া যাইবো না , নিধিরাম পরিষ্কার কইরা কইতেছে যে তার লেখা দেয়া যাইবো না , তারপরও বারো চৌদ্দহাজার ব্লগারের মাঝে ঐদুজনের লেখাই গায়ের জোরে দিতে হইব , এমন কী কথা ?
ব্লগের পোস্টের আগামাথা নাই , সকাল হইতে সন্ধ্যায় কয়েকহাজার শব্দ লেইখা ফালাইতে পারেন , সাকুরা হইতে সুন্দরবন সব বিষয়ে লেখেন , এমনকি আন্ডার গার্মেন্টস নিয়াও পোস্ট দিতে অসুবিধা হয় না । খালি অসুবিধা হইলো একটা ভদ্রতা কইরা লোকজনরে জানাইতে ,যে ভাই আপনার লেখাটা ছাপাইতেছি , কিছু মনে নিয়েন না ।
লালনের গানের কপিরাইট নাই , কিন্তু রবীন্দ্রনাথের গানে আছে । শাহ আব্দুল করিমের গানরে তার জীবদ্দশায়ই রেপ কইরা ফালাইতেছে সব আবাল রিমিক্স োদনারা । আব্দুল করিমের গান যতোটাকায় বেচাবিক্রী হয় তার ১ শতাংশ পাইলেও এই বুড়া লোকটা কালনীর চরে ধুইকা ধুইকা বাচতে হইতো না , তার সাতমহলা দালান থাকতো ।
শাহ আব্দুল করিমরে ঠকাইবার সময় আপনাদের কপিরাইট ভালো লাগে না তার বিরুদ্ধে কন , আবার পাইরেট সিডি যখন বাজারে আসে তখন তার বিরুদ্ধে আন্দোলন করেন । কী কইমু , শালার দেশে যতো না মানুষ তার চাইতে ধান্দাবাজ বেশি হইয়া গেছে ।
আইজ যদি আমি ছাপাকল নাইলে কিংবদন্তী নাম দিয়া আরেকটা দোকান খুইলা ফেলাই তাইলে আমার ঘাড়ে হাত দিবার মাইনষের অভাব হইবে না , ষাট টাকার অপর বাস্তব যদি নিউজপ্রিন্টে ছাপাইয়া মেলায় তিরিশটাকায় বেচিঁ তখন বহুত লোক আইয়া আমার পাছায় বাশঁ দিতে জামাতের লগে খাড়াইবেন , তখন কিন্তু কপিরাইট কপিবরদের সম্পত্তি হইবে না , তখন সমাজ বদলের সৈনিকরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি োদাইবেন ।
তাই কপিরাইটের বিস্তৃত আলোচনায় না যাওয়াই ভালা ।
কথা কপিরাইট নিয়া হয় নাই, কপিরাইটের দিকে ঘুরাইয়া দিয়া লাভ নাই ।
কথা হইছে সাধারন ভব্যতা ভদ্রতা নিয়া ।
একজন কইছে তার লেখা ছাপাইবেন না , তার লেখা ছাপাইলেন , এইটা কোন ধরনের ভদ্রতা ?
একজন নিজের জন্য কবিতা লিখছে , আরেকজন তার অফিসের নানা যন্ত্রনা লিইখা থুইছে নিজের ব্লগে , তারে না জিগাইয়া সেইটা বইয়ে ছাপাইয়া ফেলার অধিকার কে দিছে কারে ? একটা মুখের কথা জিগাইবার টাইম নাই আপনাগো মাগার আন্ডারপেন্ট আর ভোদকার বোতল নিয়া পাতার পর পাতা লিখবার টাইম ঠিকই আছে ।
আসেন আগে ভব্যতা শিইখা লই সকলে , সেইটাই জরুরী বিষয় । কপিরাইট নিয়া কথা না হয় পরে কওন যাইবে ।