ওপেন সোর্স বিশেষত উইকি ও গুগল সম্পর্কে সুন্দর ও তথ্যবহুল লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
এখন আপনার কাছে লিন্যাক্স ব্যবহার করতে যেয়ে আমি যে সব সমস্যার সম্মুখিন হয়েছি এবং এর সমাধান কি হতে পারে সে ব্যাপারে সাহায্য কামনা করছি।
আমি প্রথম লিনাক্স ম্যানড্রেক ৮.০ ভার্সন ব্যবহার করার জন্য আমার পিসিতে ডুয়েল বুট অর্থাৎ উইনডোজ ও লিনাক্স একটি হাডড্রাইভে আলাদা পার্টিশন করে ব্যবহার শুরু করি। কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর হঠাৎ একদিন সম্পূর্ণ সিস্টেম ক্রাস করে এবং আমার হাডড্রাইভ টি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এ রকম হওয়ার কারণ কি ? একটি হাড ড্রাইভ ব্যবহার করার
করার কারণে না কি অন্য কোন কারণে?
লিনাক্স এর বাংলা ভার্সন আছে কি? কোন ভার্সনটি ব্যবহার করা ভাল হবে?
লিনাক্স সম্পর্কে বিভন্ন পোষ্ট দিলে খুশি হব।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১:১২